মমতাই দেশের সবচেয়ে ‘জানদার, শানদার, দমদার’ নেত্রী, ৩ লাখের বেশি ভোটে জিতে বললেন ‘বিহারীবাবু’

মমতাই দেশের সবচেয়ে ‘জানদার, শানদার, দমদার’ নেত্রী, ৩ লাখের বেশি ভোটে জিতে বললেন ‘বিহারীবাবু’

কলকাতা: আসানসোলে ৩ লক্ষ ভোটে জয়ী ‘বিহারীবাবু’৷ শত্রুঘ্ন সিনহার হাত ধরেই আসানসোলে ফুটল জোড়াফুল৷ বাবুল সুপ্রিয় আসানসোলে যে মার্জিনে জয়ী হয়েছিলেন, তাকেও ছাপিয়ে গেলেন শত্রুঘ্ন৷ এদিকে, আজ বালিগঞ্জ থেকে আগেই সুখবর দিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ শত্রুঘ্নর জয়ও ছিল সময়ের অপেক্ষা৷ অবশেষে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে ৩ লক্ষের বেশি ভোটে জয়ী হলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘নৈতিক জয় হয়েছে, তৃণমূলের বিকল্প একমাত্র বাম’, বাবুলকে টক্কর দিয়ে বললেন সায়রা

শনিবার সকাল থেকেই নিজের হোটেলে বসেছিলেন অভিনেতা-রাজনীতিবিদ৷ যাননি গণনাকেন্দ্রেও৷ তবে গণনার শুরু থেকেই এগিয়েছিলেন শত্রুঘ্ন৷ আসানসোলে এই লড়াইটা একেবারেই সহজ ছিল না৷ কারণ, এর আগে এই কেন্দ্র থেকে কখনও জেতেনি তৃণমূল৷ শত্রুঘ্নর জন্যেও আসানসোল ছিল একেবারেই অচেনা৷ যাবতীয় চাপ সামলেই রেকর্ড মার্জিনে জয় ছিনিয়ে আনলেন তিনি৷ জয়ের পরেই এর কৃতিত্ব দিলেন দলনেত্রীকে৷ আসানসোল জয়ের পরে বিহারীবাবু বলেন, ‘‘২০২৪-এর নির্বাচনে খেলা বদলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই আগামীর গেম চেঞ্জার৷’’ তাঁর কথায় ‘‘মমতাই দেশের সবচেয়ে জানদার, শানদার, দমদার নেত্রী।’’ 

প্রসঙ্গত, শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল কংগ্রেস আসানসোলের প্রার্থী করার পর থেকেই ‘বহিরাগত’ বলে আক্রমণ শানাতে শুরু করেছিল বিজেপি৷ প্রচারে নেমে সেই আক্রমণের জবাব দিয়েছিলেন তিনিও৷ প্রধানমন্ত্রীর উদাহরণ টেনে তিনি বলেছিলেন, ‘‘আমি আসানসোলে বহিরাগত হলে, বারাণসীতে মোদীও তাই।’’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল আসন থেকে বিপুল ভোটে জিতেছিল গেরুয়া শিবির। ২০১৪ সালে নিজের রেকর্ড ভেঙেই বাবুল সুপ্রিয় জিতেছিলেন ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটে। সাধারণত, উপনির্বাচনে জয়ের ব্যবধান কমে। কিন্তু এক্ষেত্রে ঘটল উল্টোটা৷ শত্রুঘ্ন জিতলেন ৩ লাখেরও বেশি ভোটে। এই ভোটে স্বভাবতই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির৷ বিজেপি’কে বিঁধে শত্রুঘ্ন বলেন, ‘‘এবার ইভিএম-এ কারচুপি করতে পারেনি বিজেপি৷ স্বচ্ছ ভোট হয়েছে৷ তারই ফল সবাই দেখছে৷’’

আসানসোলে তৃণমূল প্রার্থীর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আন বান শান’ জিতেছে।’’  সংবাদমাধ্যম তাঁর কাছে জানতে চায়, এই জয়  ২০২৪ সালে লোকসভা নির্বাচনের জন্য কতটা ইঙ্গিতপূর্ণ? জবাবে শত্রুঘ্ন বলেন, ‘‘মমতাই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।’’ তিনি মনে করেন, আগামী দিনে বিহার-সহ গোটা হিন্দি বলয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়বে৷