তালিকা নিয়ে তোড়জোড়, দিল্লিতে বৈঠকে দিলীপ-মুকুল-শুভেন্দু

তালিকা নিয়ে তোড়জোড়, দিল্লিতে বৈঠকে দিলীপ-মুকুল-শুভেন্দু

504895cff94d14e67124b147f84ba53a

 

কলকাতা: প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে শুক্রবার তৃণমূল কংগ্রেসের মত বিজেপিও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে, তবে তা আংশিক। কিছু গতকাল রাতেই রাজ্য বিজেপির নেতারা রওনা দিয়েছেন দিল্লি কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে যোগ দিতে। সেই প্রেক্ষিতে অনুমান করা হচ্ছে, আজ বিজেপির আংশিক তালিকা প্রকাশ পেতে পারে। প্রথম দু দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি কারণ, আগামী রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তারা তাদের মঞ্চে আনতে চায়। গতকাল রাতেই চার্টার্ড বিমানে দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী, শুভেন্দু অধিকারীরা। 

আরও পড়ুন- ত্রিপুরা মডেলে বাংলায় নির্বাচন হবে! হুঁশিয়ারি শুভেন্দুর 

জানা গিয়েছে, প্রাথমিকভাবে নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়ার কথা ছিল না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ‘বিশেষ’ ভাবে ডেকে পাঠিয়েছেন। সেই অনুযায়ী ‘লাস্ট মিনিট এন্ট্রি’ নিয়ে চার্টার্ড বিমানে দিল্লি উড়ে গিয়েছেন তিনি। আজ সকাল থেকে দিল্লিতে দলের সংসদীয় কমিটি বৈঠকে বসবে। যে দল বাংলা থেকে বৈঠকের জন্য দিল্লি উড়ে গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, মুকুল রায়। এছাড়াও শুভেন্দু অধিকারী। গতকাল জানা গিয়েছিল, প্রথম দুই দফা নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা শুক্রবার ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি শিবির। ‌কমপক্ষে ৬০ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে তাদের।  

আরও পড়ুন- শিল্পপতি পরিবারে বধূর রহস্যমৃত্যু, আত্মহত্যা? নাকি খুন!

এদিকে শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে ঘাসফুল শিবির। একসঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় কমপক্ষে ৪০ নতুন মুখ দেখতে পাওয়া যাবে একই সঙ্গে ৮০ বছরের বেশি বয়সী কেউ এবার টিকিট পাবেন না। সেই সঙ্গে গ্ল্যামার দুনিয়া থেকে যারা দলে যোগ দিয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *