শেষ বেলায় ‘খেলা’ ঘোরাতে ভবানীপুরের কৌশলী চাল BJP-র

শেষ বেলায় ‘খেলা’ ঘোরাতে ভবানীপুরের কৌশলী চাল BJP-র

কলকাতা:  আর মাত্র ৩ দিন বাকি৷ ভবানীপুরের হাইভোল্টেজ উপনির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি৷ নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে পরাজিত হওয়ার পর ফের ভোট ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কাছে এই ভোট সম্মানের লড়াই৷ অন্যদিকে ভবানীপুরে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি৷ ডোর-টু-ডোর প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা৷ ভবনীপুরের উপনির্বাচনকে যুদ্ধক্ষেত্র মনে করেই এগিয়ে চলেছে বিরোধী শিবির৷ এদিকে সোমবারই ভবানীপুরে প্রচারের শেষ দিন৷ শেষ বেলায় বাজি জিততে অভিনব কৌশল নিয়েছে গেরুয়া শিবির৷ 

আরও পড়ুন- প্রচণ্ড জেলাসি! আমাকে হিংসে করা বলেই রোমে যেতে দিল না, তোপ মমতার

জানা গিয়েছে,  ভোট প্রচারের শেষ লগ্নে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে আজ সোমবার সারা দিন ব্যাপী ভবানীপুরের ৮০টি জায়গায় প্রচারে নামছেন ৮০ জন বিজেপি নেতানেত্রী। এই তালিকায় রয়েছেন বড় বড় নেতারা৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো থাকছেনই৷ পাশাপাশি দেখা যাবে নব নিযুক্ত রাজ্য বিজেপতি সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মতো নেতাদের৷ 

আরও পডুন- ‘বিজেপি, সিপিএম কর্মীরা সম্মানের সঙ্গে রাজনীতি করতে পারবে না, এটাই তালিবানিকরণ’

এদিকে ভোট প্রচারে নেমে কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর রোম সফরে অনুমতি না দেওয়ায় কেন্দ্রকে বিঁধেছেন তিনি৷ মমতা বলেন, ‘বাংলায় শান্তি বিরাজ করছে৷ সেই কারণে রোমের শান্তি সম্মেলনে বাংলা থেকে আমাকে ডাকা হয়েছিল। কিন্তু আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হল না।’ সেই সঙ্গে মোদী সরকারকে হিংসুটে বলেও কটাক্ষ করেন তিনি৷ বলেন, প্রচণ্ড জেলাসি৷ সেই কারণেই অনুমতি দেয়নি৷ তাঁর প্রশ্ন,  তিনি যদি রোমে যাওয়ার জন্য ফিট না হন, তাহলে কোনটা ফিট? 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − thirteen =