টাকা দিয়ে সব পচা-ধসা বিধায়ক নিয়ে গিয়েছে বিজেপি, তোপ মমতার

টাকা দিয়ে সব পচা-ধসা বিধায়ক নিয়ে গিয়েছে বিজেপি, তোপ মমতার

শান্তিনিকেতন: মুখ্যমন্ত্রীর সভা ঘিরে মঙ্গলবার সকাল থেকেই বোলপুরের রাস্তায় ছিল সাজোসাজো রব৷ বেলা যত গড়িয়েছে, তত বেড়েছে মানুষের ভিড়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাকে চ্যালেঞ্জ জানিয়েই আজ মেগা রোড শো করেন মুখ্যমন্ত্রী৷ ডাক বাংলো মাঠ থেকে শুরু হয় এই পদযাত্রা৷ উল্লেখ্য এই পদযাত্রার সামনের সারিতে থেকে গান গাইতে গাইতে এগিয়ে যান বাসুবেদ দাস বাউল৷ দিন কয়েক আগে এই বাসুদেব বাউলের বাড়িতে বসেই মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ৷ সব মিলিয়ে এদিন বোলপুরে ছিল চরম উত্তেজনা৷ 

আরও পড়ুন- রাজীব গান্ধী একসময় বলেছিলেন, যুব সমাজের আইকন আমি: মমতা

এদিনের সভা থেকে বিজেপি’কে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, শান্তিনিকেতন নিয়ে অনেক কুকথা বলা হচ্ছে৷ রবীন্দ্রনাথ সম্পর্কে ভুল কথা বলা হচ্ছে৷ বাংলায় এসে শুধু বিবেকানন্দের গলায় মালা দিলে চলবে না৷ বাংলা সম্পর্কে জানতে হবে৷ কটাক্ষ করে বলেন, বিজেপি কত এমএলএ (বিধায়ক) টিকা দিয়ে কিনে নিল, তাও সব পচা ধসা৷ 

এক সপ্তাহ আগে বোলপুরের রাস্তায় রোড শো করেছিলেন অমিত শাহ৷ ওই রোড শো-তে উপচে পড়েছিল মানুষের ভিড়৷ ফলে এদিন তৃণমূলের রোড শো ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং৷ যার নেতৃত্বে ছিলেন খোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো৷ এদিন তৃণমূলের হাতে তুরুপের তাস ছিলেন বাসুদেব বাউল৷ অমিত শাহ তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সারার পরই এই বাউল শিল্পীর পাশে দাঁড়ায় তৃণমূল৷ তাঁর মেয়ের পড়াশোনার খরচ বহনের কথাও জানায় রাজ্য৷   

আরও পড়ুন- নতুন চাই না, ‘সোনার বাংলার’ স্রষ্টা রবীন্দ্রনাথই, বিজেপির উদ্দেশ্যে মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানিয়ে দেন, সোনার বাংলার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, বিজেপির নতুন সোনার বাংলা চাই না কারোর! একইসঙ্গে বিশ্বভারতী এবং অমর্ত্য সেন প্রসঙ্গে মমতা বলেন, দিনের-পর-দিন নোবেলজয়ী বাঙালিকে অপমান করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। বিশ্বভারতীতে অবৈধ প্রাচীর নির্মাণ করে একটা ধর্মান্ধ নোংরা রাজনৈতিক দল শুধুমাত্র রাজনীতি করে যাচ্ছে। বাংলার মানুষ এসব মেনে নেবে না, বাংলায় এসব বরদাস্ত হবে না।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *