বিজেপি’তে শো-কজের বন্যা, নিয়ম–শৃঙ্খলাই শেষ কথা, বললেন দিলীপ

বিজেপি’তে শো-কজের বন্যা, নিয়ম–শৃঙ্খলাই শেষ কথা, বললেন দিলীপ

de0b3f74061ba666755b2623a6b79233

কলকাতা:  বিজেপি’র অন্দরে শো-কজের বন্যা৷ একের পর এক বিজেপি নেতানেত্রীকে শো-কজ৷ সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পালের পর শো–কজ নোটিস পাঠানো হল গঙ্গাপ্রসাদ শর্মা, সন্তোষ হাতিকে। দল বিরোধী কাজের জন্যই শো-কজ পাঠানো হয়েছে আলিপুরদুয়ারের জেলা সভাপতি  গঙ্গাপ্রসাদ ও নাগরাকাটার বিজেপি’র মণ্ডল সভাপতি সন্তোষ হাতিকে৷ এবিষয়ে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, দলের অন্দরে শৃঙ্খলাই শেষ কথা৷ নতুন পুরনো বলে কিছু নেই৷ 

আরও পড়ুন- ডোমজুড়ে বঙ্গধ্বনী যাত্রায় গরহাজির রাজীব, বাড়ছে জল্পনা

প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় শো-কজ নোটিশ পাঠানো হয় দলের মুখপাত্র সায়ন্তন বসু ও  মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘‘দলের নিয়ম সকলের জন্য সমান৷ পুরনো–নতুন বলে কিছু নেই। অগ্নিমিত্রা পাল নতুন। কিন্তু অনেককেই শো–কজ করা হয়েছে। সকলকে দলের নির্দেশ মেনে চলতে হবে। নিয়ম–শৃঙ্খলাই বিজেপি’তে শেষ কথা।’’ জানা গিয়েছে, দিলীপ ঘোষই সায়ন্তন বসুকে শো–কজ নোটিশ পাঠিয়েছেন৷ অগ্নিমিত্রাকে শো-কজ চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপি–র সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- সৌগত-ফিরহাদের সভার মধ্যেই তৃণমূলের বিক্ষোভ, হুলুস্থূল

অন্যদিকে, গঙ্গাপ্রসাদ শর্মা এবং সন্তোষ হাতিকে সাতদিনের মধ্যে শো-কজের জবাব দিতে বলা হয়েছে৷ এই শো-কজ নোটিশ হাতে পেয়েই অগ্নিশর্মা গঙ্গাপ্রসাদ৷ তিনি বলেন, ‘সমুচিত জবাব পাবেন’৷ অনেকেই বলছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েও এই জবাব দিতে পারেন গঙ্গাপ্রসাদ৷ উল্লেখ্য, তাঁকেও শো-কজ চিঠি পাঠিয়েছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *