‘আন্দোলনের আ জানে না, আন্দোলন করছে’, বিধানসভায় BJP-কে নিশানা মমতার

‘আন্দোলনের আ জানে না, আন্দোলন করছে’, বিধানসভায় BJP-কে নিশানা মমতার

কলকাতা:  বিরোধী শূন্য বিধানসভায় নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে বিজেপিকে কড়া ভাষায আক্রমণ শানান তিনি। আজ বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র যে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে, তা তা রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হোক। টিকাও দেয় না, টাকাও দেয় না। এখন আবার আন্দোলনে নেমেছে। আন্দোলনের আ জানে না, আন্দোলন করছে৷ 

আরও পড়ুন- দেউচা পাচামিতে ১ লক্ষ কর্মস্থান হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১ লক্ষের বেশি কর্মসংস্থান হবে দেউচা পাচামিতে৷ দেউচা ও পাচামিতে রাজ্য সরকার ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।  মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পটি বিভিন্ন ফেজে করা হবে৷ প্রথম ফেজে দেওয়ানগঞ্জ হরিন সিংহ এলাকা, যখানে কম গভীরতায় কোল ডিপোজিট আছে, সেটির কাজ শুরু হবে৷ এই প্রকল্পের কাজ শুরুর আগে রাজ্য সরকার সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে৷

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম পূরণ করেছি। আদিবাসী মহিলাদের মাসে ১ হাজার টাকা এবং সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হচ্ছে৷  কৃষকরা টাকা পাচ্ছেন৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়ে গিয়েছে৷ ১৬ নভেম্বর থেকে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =