দেউচা পাচামিতে ১ লক্ষ কর্মস্থান হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেউচা পাচামিতে ১ লক্ষ কর্মস্থান হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

212ec74c2ee0e9b0fab42ac4c33ba20b

মমতা: শিল্প নিয়ে বিধানসভায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায়৷ এদিন তিনি বলেন, বাংলায় শিল্পে নতুন প্রসার ঘটতে চলেছে৷ আগামী দিন পশ্চিমবঙ্গ হবে শিল্পের সবচেয়ে বড় গন্তব্যস্থল৷ অনেকেই বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন৷ ইতিমধ্যেই সম্মেলনের কথা ঘোষণা করা হয়েছে৷ পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে৷ তাজপুর বন্দর তৈরি করা হচ্ছে৷ লখনউ, চেন্নাই থেকে চর্ম শিল্প রাজ্যে এসেছে৷ সেখানে ৫ লক্ষ নিয়োগ হয়েছে৷ সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে৷ 

আরও পড়ুন- বিরোধীরা বিধানসভাকে বিধানসভাই মনে করে না, তোপ মমতার

তিনি আরও বলেন, দেউচা পাচামির কাজও অনেক দূর এগিয়ে গিয়েছে৷ দেউচা ও পাচামিতে রাজ্য সরকার ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। সিঙ্গুরের মতো করে জমি অধিগ্রহণ করা হবে না৷ সরকারি জমিতেই এই প্রকল্পের কাজ শুরু হবে৷ এই এলাকাকে ঘিরে প্রায় ১২টি গ্রাম আছে এবং এখানে প্রায় ২১ হাজার মানুষ বসবাস করে৷ এখানে বিপুল পরিমাণে কয়লা মজুত রয়েছে৷ সারা দেশে যা বৃহত্তম৷ যা রাজ্যের অর্থনীতিকে সম্পূর্ণ ভাবে বদলে দেবে৷ তাঁর কথায়, আগামী ১০০ বছর বিদ্যুতের কোনও অভাব হবে না৷  বিদ্যুতের দামও কমে যাবে৷ এখানে ১ লক্ষের বেশি কর্মসংস্থান হবে দেউচা পাচামিতে৷ মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পটি বিভিন্ন ফেজে করা হবে৷ প্রথম ফেজে দেওয়ানগঞ্জ হরিন সিংহ এলাকা, যখানে কম গভীরতায় কোল ডিপোজিট আছে, সেটির কাজ শুরু হবে৷ এই প্রকল্পের কাজ শুরুর আগে রাজ্য সরকার সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে৷ 

তিনি আরও জানান, দেওয়ানগঞ্জ হরিসিংহ কোল ব্লকে প্রায় ৩ হাজার ৪০০ একর জমিতে ১ হাজার ১৯৮ মিলিয়ন মেট্রিকটন কয়লা এবং ১ হাজার ৪০০ মিলিয়ন কিউবিক মিটার ব্যসল্ট সঞ্চিত রয়েছে৷ এই জমিক মধ্যে ১ হাজার একর জমি সরকারের৷ সরকারি জমিতেই প্রথম কাজ শুরু হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *