দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে বিজেপি’র প্রতিনিধি দল, তিন দফা দাবি পেশ

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে বিজেপি’র প্রতিনিধি দল, তিন দফা দাবি পেশ

কলকাতা:  দোড়গোড়ার নির্বাচন৷ রাজ্য জুড়ে বাড়ছে প্রচারের ঝাঁঝ৷ এরই মধ্যে শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে পৌঁছল বিজেপি প্রতিনিধি দল৷ নির্বাচন কমিশনের কাছে তিন দফা দাবি পেশ করল তাঁরা৷

আরও পড়ুন- ফের বিতর্কে বিশ্বভারতী! বাংলাদেশ ভবনের সামনে রহস্যময় করবকে কেন্দ্র করে উত্তেজনা

তাঁদের দাবিতে বলা হয়েছে, অভিযোগ রয়েছে এমন কারও নাম ভোট প্রক্রিয়ায় রাখা চলবে না৷ প্রতিটি বুথে অবশ্যই কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে৷ আদর্শ আচরণ বিধি চালুর পরেই যেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসে৷ এছড়াও যত বেশি সম্ভব তত বেশি দফায় ভোট করানো হোক রাজ্যে৷ যাতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে৷ 

এদিন বিজেপি’র প্রতিনিধি দলে বঙ্গ নেতৃত্বের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তরা৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, নির্বাচনে কমিশনের কাছে মূলত তিনটি বিষয়ে দাবি জানানো হয়েছে৷ পূর্ববর্তী নির্বাচনে যে সকল সরকারি আধিকারিকদের বিরুদ্ধে গন্ডোগোল করা,  নিয়ম ভেঙে বিশেষ কোনও দলকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে, তাঁদের নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে৷ অর্থাৎ শাসক দলের হয়ে কাজ করা অফিসারদের সরাতে হবে৷

দ্বিতীয়ত, সমস্ত বুথে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে৷ যাতে সাধারণ মানুষ সাহস করে বুথে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন৷ এর ফলে ভোটের হারও বৃদ্ধি পাবে৷ তৃতীয়ত, যত বেশি সম্ভব তত বেশি দফায় নির্বাচন করানোর আর্জি জানানো হয়েছে৷ যাতে প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারে৷ 

আরও পড়ুন- বিজেপি’র রথ ছুটবেই, রুখতে পারবে না স্থানীয় প্রশাসন, হুঙ্কার বিজয়বর্গীয়র

প্রসঙ্গত, বিহার ভোটের সময় দেশে কোভিড পরিস্থিতি চরমে ছিল৷ সেকারণে কোভিড বিধি জারি করেছিল নির্বাচন কমিশন৷ কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ টিকাকরণও শুরু হয়ে গিয়েছে৷ তাই কোভিডের জন্য যে কড়াকড়ি ছিল তা শিথিল করার আর্জি জানানো হয়েছে৷ সাধারণ মানুষ যাতে বুথে ভোট দিতে আসতে পারেন, তার উপর জোড় দেওয়া হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + ten =