উধাও বিজেপি হাওয়া, জেতা আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির

উধাও বিজেপি হাওয়া, জেতা আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির

কলকাতা: রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে ৪-০ করার লক্ষ্যে নেমেছিল তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে, এই লড়াই বিজেপি’র কাছে ছিল জমি ধরে রাখার লড়াই৷ এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এই প্রেস্টিজ ফাইটে শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হচ্ছে গেরুয়া শিবিরকে৷  চার কেন্দ্রেই বিশাল ব্যবধানে জিততে চলেছে শাসক দল৷ বঙ্গে কার্যত উধাও বিজেপি হাওয়া৷ 

আরও পড়ুন- সরগরম রানাঘাট, বিজেপি সাংসদকে ঘুরিয়ে ‘অশিক্ষিত’ বললেন তৃণমূল সাংসদ

বিধানসভা ভোটে গোসাবা এবং খড়দা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী৷ ফলে গোসাবা ও খড়দা ছিল তৃণমূলের জেতা আসন৷ এই দুই কেন্দ্রে দুই প্রার্থীর মৃত্যুর জেরেই এখানে উপনির্বাচন হচ্ছে৷ কিন্তু শান্তিপুর ও দিনহাটা আসনে জয়ী হয়েছিল বিজেপি৷ দিনহাটা থেকে জিতেছিলেন নিশীথ প্রামাণিক এবং শান্তিপুরে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার৷ তবে তাঁর সাংসদ পদ ধরে রাখায় ফাঁকা হয়ে যায় এই দুটি কেন্দ্র৷ কিন্তু উপনির্বাচনে সবুজ ঝড়ে কার্যত অস্তমিত গেরুয়া সূর্য৷ এই দুটি কেন্দ্রও এবার আসতে চলেছে শাসক দলের ঝুলিতে৷ জয়ের পথে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস৷ গোসাব তো বটেই দিনহাটায় ইতিমধ্যেই ১ লক্ষ ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস৷ শান্তিপুরেও বাড়ছে জয়ের ব্যবধান৷ 

বিধানসভা ভোটের আগে বঙ্গ জুড়ে দেখা গিয়েছিল বিজেপি হাওয়া৷ শুরু হয়েছিল দল বদলের হিড়িক৷ কিন্তু সেই হাওয়া এখন উধাও৷ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ভাঙন ধরেছে পদ্ম শিবিরে৷ বইতে শুরু করেছে উল্টো স্রোত৷ একের পর এক নেতা বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে৷ কমতে কমতে বিজেপি’র বিধায়ক সংখ্যা এখন ৭০৷ উপনির্বাচনেও নিজেদের জেতা আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির৷          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 4 =