সরগরম রানাঘাট, বিজেপি সাংসদকে ঘুরিয়ে ‘অশিক্ষিত’ বললেন তৃণমূল সাংসদ

সরগরম রানাঘাট, বিজেপি সাংসদকে ঘুরিয়ে ‘অশিক্ষিত’ বললেন তৃণমূল সাংসদ

5b86cb74bee6eef8fd800e82de592e77

নদিয়া: বিধিভঙ্গের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার গণনার শুরু থেকেই তপ্ত হয়ে উঠল নদীয়ার রাণাঘাট কলেজ চত্বর৷ শান্তিপুর উপ নির্বাচনের গণনা হচ্ছে এখানে৷ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, বিধি ভেঙে গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন তৃণমূল সাংসদ।  পাল্টা হিসেবে তৃণমূল সাংসদের বিবৃতি প্রকাশ করতেই ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তেজনা৷

তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিধি ভঙ্গ এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তিনি কীভাবে গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারেন। নির্বাচন কমিশনের কিছু গাইডলাইন রয়েছে৷ সেই আইনকে উপেক্ষা করে প্রশাসন কীভাবে তৃণমূল সাংসদকে ভিতরে প্রবেশ করতে দিলেন? তাঁর দাবি, ‘‘তৃণমূল সাংসদ ভোট গণনা কেন্দ্রের ভিতরে ঢুকে ভোট কর্মীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন৷ এমন আশঙ্কা আমরা করছি৷’’

বিষয়টি জানতে পারার পরই পাল্টা প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ৷ তিনি বলেন, ‘‘অশিক্ষিত বক্তব্যের উত্তর দেওয়ার কোন ইচ্ছা আমার নেই৷’’ একই সঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ‘‘জগন্নাথ সরকারের আগে ১৬৯ ধরে পড়ে নেওয়া উচিত। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, যারা সরকারি নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করবেন তারা ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আমি কোন সরকারি নিরাপত্তা নিজের কাছে রাখিনি৷ তাই কমিশনের বিধি মেনেই আমি ভিতরে প্রবেশ করেছি।’’

অন্যদিকে কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী ব্রজোকিশোর গোস্বামী পেয়েছেন ১৫ হাজার ৯১ টি ভোট। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন ৮ হাজার ৯৮টি ভোট। অর্থাৎ প্রথম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস শান্তিপুর উপনির্বাচনে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *