কলকাতা: বিজেপি’র নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার-কাণ্ড সাঁতরাগাছিতে৷ অভিযানের শুরুতেই গেরুয়া সমর্থকদের পথ আটকায় পুলিশ৷ শুরু হয় ঝামেলা-অশান্তি। পুলিশের দেওয়া বাঁশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেতা-কর্মীরা। হুলস্থুলের মধ্যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকদের রুখতে পাল্টা জলকামান ছোড়ে পুলিশ। কিন্তু পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমসিম খেতে হয় পুলিশকে। বোমা ফাটার শব্দ আসতেই কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিজেপি’র মিছিল।
আরও পড়ুন- উঠল ‘ভয় পেয়েছেন মমতা, জেনে গেছে জনতা’ স্লোগান, ‘লেডি কিম’ বলে কটাক্ষ শুভেন্দুর
এর পরও পরিস্থিতি শান্ত হয়নি। পুলিশের কিয়স্ক ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের দেখা যায় বাঁশ হাতে ছোটাছুটি করতে। অন্য দিকে, তাঁদের ঠেকাতে গেয়ে শুরু হয় খণ্ডযুদ্ধ। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি। এরইমধ্যে সাঁতরাগাছি রেলস্টেশন থেকে ফের ইটবৃষ্টি শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে বিজেপি-কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পর বোতল ছোড়া শুরু হয়।