কলকাতা: বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তাপ ছড়িয়ে পড়েছে শহর কলকাতায়। তবে সঠিকভাবে অভিযানের মিছিল শুরু হওয়ার আগেই আটক হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ নেতা রাহুল সিনহা, সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু আটক হলেও সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণের তেজ এতটুকু কমাননি শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি কিম’ বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে বিজেপি রাজ্যকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা টানতেও ছাড়েনি।
আরও পড়ুন- বিজেপি’র নবান্ন অভিযানের বিরোধিতায় এবার মামলা দায়ের হাই কোর্টে
এদিন সাঁতরাগাছি যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুতে আটকানো হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ আলিপুর পুলিশ লাইনের সামনে বাধা দেওয়া হয় তাঁকে৷ পরে তাঁকে আটক করে পুলিশ। তবে এর বিরোধিতা করে শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা এবং সংসদের একজন সদস্যকে এভাবে আটকানো যায় না৷ বাংলাকে দক্ষিণ কোরিয়া বানিয়েছে লেডি কিম! সঙ্গে সঙ্গে তাঁরা স্লোগান তোলেন, ‘ভয় পেয়েছেন মমতা, জেনে গেছে জনতা৷’ এর পরেই শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিন্হাকে আটক করে পুলিশ। গোটা বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন শুভেন্দু।
অন্যদিকে, পুলিশের বিরুদ্ধেও বড় অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। দাবি করেন, মহিলা পুলিশ তাঁর গায়ে হাত দিয়েছেন। মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তাদের এভাবে হেনস্থা করাচ্ছেন। জ্ঞানবন্ত সিংকেও নিশানা করেন তিনি। তবে অবশেষে পুরুষ পুলিশ এসে তাঁকে প্রিজন ভ্যানে তোলে।