নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী বিধায়ক বললেন, দিদির উন্নয়নই ভরসা

নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী বিধায়ক বললেন, দিদির উন্নয়নই ভরসা

শান্তিপুর: ‘‘আমাকে দেখে নয়, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দেবে।’’ শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হওয়ার পরই একথা বললেন ব্রজকিশোর গোস্বামী।

গত বিধানসভা ভোটে শান্তিপুর বিধানসভা থেকে বিজেপির  জগন্নাথ সরকার জয়ী হন। কিন্তু পরবর্তীকালে তিনি সাংসদ হওয়ার কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। শান্তিপুরে আগামী ৩০ অক্টোবর উপ নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেইমতো ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হিসাবে শান্তিপুর বিধানসভার বাসিন্দা ব্রজকিশোর গোস্বামীর নাম ঘোষণা করা হয়৷

রবিবার ভবানীপুরের ফলাফল প্রকাশের পর প্রার্থী তালিকা সামনে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি তিনটি কেন্দ্রের সঙ্গে ভোট হবে শান্তিপুরে৷ এরপরই সময় নষ্ট না করে কোভিড বিধি মেনে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী৷ প্রার্থী হওয়ার পর ব্রজকিশোর গোস্বামী বলেন, ‘‘জয়ী হলে আগামী দিনে শান্তিপুর হাসপাতালটিকে আরও উন্নত করা যায় সেদিকেই মূল লক্ষ্য থাকবে আমার৷’’

শুধু তাই নয় শান্তিপুরের মন্দির, মসজিদ রয়েছে অর্থাৎ সব ধর্মকে নিয়ে আগামী দিনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেদিকেও নজর রাখবেন তিনি। যদিও শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উপ নির্বাচনে সাধারণত ভোট হয় শাসকের অনুকুলে৷ তার ওপর বিরোধীরা প্রার্থীর নাম ঘোষণা করার আগেই দলীয়ভাবে নাম ঘোষণা হওয়ায় প্রচারেও এগিয়ে রইলেন শাসকদলের প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *