Aajbikel

কেন মাঝরাতে গ্রেফতার? কৌস্তভ কি সন্ত্রাসবাদী? আদালতে জোর সওয়াল বিকাশ রঞ্জনের

‘‘মাতৃসম মুখ্যমন্ত্রী পুত্রসম কৌস্তভ বাগচীকে ভয় পেয়েছে,’’ সুর চড়ালেন কৌস্তভ 
  
 | 
কৌস্তভ

 কলকাতা: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে৷ এদিন আদালতে কৌস্তভের হয়ে সওয়াল করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য৷ একগুচ্ছ প্রশ্ন তোলেন তিনি৷ মধ্যরাতে একজন আইনজীবীকে তুলে আনার অধিকার পুলিশ কে দিয়েছে? তিনি কি কোনও সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত? কৌস্তভ বলেছেন, বাজারে একটি বই আছে, যেখানে মুখ্যমন্ত্রীর অতীত ও বর্তমান সম্পর্কে বলা রয়েছে৷ সেই বই এখনও বাজারে বিকোচ্ছে৷ সরকার তো তা নিষিদ্ধ করেনি৷ তাহলে কেন ৪১ ধারায় নোটিস করা হল না? কেন মাঝরাতে পুলিশ আইনজীবীর বাড়িতে ঢুকল? এর পর তো  বিচারকের বাড়িতেও পুলিশ ঢুকে যাবে৷ আইনি ব্যবস্থা কোন পথে যাচ্ছে? রাত ৩টোর সময় বাড়িতে পুলিশ গেল৷ এত রাতে কারও বাড়িতে পুলিশ যেতে পারে না৷ নিষেধাজ্ঞা রয়েছে৷ কৌস্তভের গ্রেফতার মামলার শুনানি শুরু হলে অমনই প্রশ্ন করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য৷ 

আরও পড়ুন- প্রয়োজনে 'অসুস্থ' অনুব্রতর এইমসে চিকিৎসা, নেতাকে দিল্লি নিয়ে যেতে বদ্ধপরিকর ইডি


এদিন বেলা আড়াইটে পর্যন্ত সওয়াল জবাব চলার পর রায়দান স্থগিত রাখা হয়েছে৷ আইনজীবীরা বলছেন, ‘‘আমরা আতঙ্কিত, উকিল সমাজ আজ আতঙ্কিত৷ ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হোক, না হলে আমরা কোর্টরুম থেকে নড়ব না৷ অন্য কোনও মামলা উঠবে না৷’’ এই হই হট্টোগোলের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক অতনু মণ্ডল৷ 


আদালতের কাছে আইনজীবীদের আর্জি, বটতলা থানার ওসি এবং এই মামলার তদন্তকারী অফিসার আইও-কে যেন সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ প্রয়োজনে তাঁদের শোকজ করতে হবে৷ অন্যদিকে, সরকারি পক্ষের আইনজীবীর তরফে বলা হয়, কৌস্তভ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু মন্তব্য করেছেন৷ তাঁর এই মন্তব্যের জন্যে দুটো গোষ্ঠীর মধ্যে গন্ডোগোলও হয়েছে৷ এই প্রসঙ্গ টেনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যদি দুই গোষ্ঠীর মধ্যে গন্ডোগোল হয়েই থাকে, তাহলে আহতরা কোথায়? কাউকে না কাউকে নিশ্চয় গ্রেফতারও করা হয়েছে৷ তাঁরা কোথায়? কেন কৌস্তভব বাগচীকেই গ্রেফতার করে এখানে আনা হল? তবে এদিন কৌস্তভকে কিন্তু কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়নি৷ তিনি আইনজীবীদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন৷ তবে সরকারি আইনজীবীর তরফে জানানো হয়েছে, কোন উদ্দেশ্য বা মোটিভ নিয়ে কৌস্তভ এই মন্তব্য করেছেন সেটা জানা প্রয়োজন রয়েছে৷ ১০ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের আবেদনও জানানো হয়৷ 


কৌস্তভ বাগচীর মা বলেন, ও কোনও সন্ত্রাসবাদী নয় যে এই ভাবে নিয়ে যাবে৷ ও নিডে বলেছিল সকাল হলে থানায় যাবে৷ কিন্তু ওকে রাতেই তুলে নিয়ে যাওয়া হল৷ তবে আমি আমার ছেলের জন্য গর্বিত বোধ করছি৷ প্রতিবাদ করাটা সহজ নয়৷  অন্যদিকে, সাংবাদিকদের সামনে কৌস্তভ বলেন, ‘‘মাতৃসম মুখ্যমন্ত্রী পুত্রসম কৌস্তভ বাগচীকে ভয় পেয়েছে৷’’ 


  

Around The Web

Trending News

You May like