মমতার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রূপায়নে তৎপর বিজেপি!

মমতার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রূপায়নে তৎপর বিজেপি!

888c20330c1110378b910819c96cf82d

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উৎসাহী গোটা রাজ্য৷ ১৬ অগাস্ট থেকে শুরু হওয়া দুয়ারে সরকারে জমা নেওয়া হবে প্রকল্পের ফর্ম৷ মমতার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রূপায়নে জোড় এবার বঙ্গ বিজেপি’র! নির্জের ওয়ার্ডে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করার উদ্যোগ নিলেন কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা ঝাওয়ার৷ 

আরও পড়ুন- তৃণমূলের সাংসদ পদ কি ছাড়বেন শিশির? জল্পনা বাড়ালেন শান্তিকুঞ্জের কর্তা

জানা গিয়েছে, এই প্রকল্পের  প্রচারে নিজে দরজায় দরজায় যাবেন কাউন্সিলর৷ তাঁর কথায়, ‘‘এই প্রকল্প মহিলাদের আর্থিক ক্ষমতায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷  এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতিও দিয়েছে দল৷ বরো থেকে নির্দেশ আসার পরেই কাজ শুরু করে দিয়েছি৷’’ তবে রাজ্য সরকারের প্রকল্পে বিজেপি’র এই উদ্যোগে অনেকেই হতবাক৷ রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায়, ‘‘আমরা গরিব মানুষের স্বার্থ ও তাঁদের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতি করি না৷ রাজ্যের প্রতিটি স্তরে সকল জনপ্রতিনিধিকে এই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে৷ সাধারণ মানুষ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হন৷’’

আরও পড়ুন- বর্ষায় ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দম্পতি

আয়ুষ্মান ভারত থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, বিভিন্ন প্রকল্পের রূপায়ন নিয়ে কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানির সাক্ষী থেকেছে সকলে৷ সেই প্রেক্ষিতে বিজেপি’র এই পদক্ষেপ নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ যদিও রাজনৈতিক মহলের অভিমত, এর পিছনেও লুকিয়ে রয়েছে রাজনীতি৷ পুরভোটের আগে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে অনেকটাই ম্লান বিজেপি৷ তাই ঘুরে দাঁড়াতে রাজ্য সরকারের এই প্রকল্পকেই হাতিয়ার করেছে গেরুয়া শিবির৷ পুর ভোটে জমি দখল করতে এখন থেকেই হুঁশিয়ার বিজেপি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *