কলকাতা: করোনা পরিস্থিতি যে আবার খারাপের দিকেই যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে। দেশের হোক কিংবা বাংলার, সংক্রমণ বাড়ছে বৈ কমছে না। বিগত কয়েক দিনের পরিসংখ্যান তো চমকে দেওয়ার মতো। এই অবস্থায় রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়েও চিন্তা বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি ব্যবস্থার কথাই ভাবছে হাসপাতালগুলি। এই প্রেক্ষিতে বাড়তি চিকিৎসক এবং নার্স চেয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ বলে খবর। এর আগেও তারা বাড়তি চিকিৎসক চেয়েছিল।
আরও পড়ুন: গ্যাংটকে ভয়াবহ ভূমিধস, ঘুমের মধ্যে সলিলসমাধি মাসহ দুই শিশুর
গত জুলাই মাসে রাজ্যে কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় প্রয়োজনীয় চিকিৎসক চেয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল। হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তির হার বৃদ্ধি পেতে থাকায় সেখানে চিকিৎসক সঙ্কট বৃদ্ধি পাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা ছিল। জরুরী ভিত্তিতে এগারো জন চিকিৎসক চাওয়া হয়েছিল সেই সময়। তার আগে জুন মাসেও ১৮ জন চিকিৎসক চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। এবার একবার ফের বাড়তি চিকিৎসক চাইছে তারা। যদিও হাসপাতাল সূত্রে বলা হচ্ছে, এখনও পর্যন্ত চিকিৎসক পাওয়ার বিষয়ে কোনও তথ্য মেলেনি। এদিকে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা যে বাড়ছে সে ব্যাপারেও জানান হয়েছে।
এমনিতেই বিজ্ঞানীদের বক্তব্য, আরও একটি অতিমারি এসে পড়তে পারে যে কোনও সময়ে। ঠিক এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কোন জীবাণু থেকে কোন রোগ আসবে। সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনও ধারণা তৈরি হয়নি। তাই যে আশঙ্কা তারা করছেন তাকেই ‘ডিজিজ এক্স’ নাম দেওয়া হয়েছে। তা করোনার থেকেও ভয়ানক হতে পারে আশঙ্কা।