এজলাসে বিক্ষোভ, বিচারপতির নামে পোস্টার, মামলায় বড় নির্দেশ দিল ‘বার’

এজলাসে বিক্ষোভ, বিচারপতির নামে পোস্টার, মামলায় বড় নির্দেশ দিল ‘বার’

কলকাতা: গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে অবস্থান বিক্ষোভ করেন আইনজীবীদের একাংশ। তারা মূলত তৃণমূলপন্থী বলেই জানা গিয়েছিল। তাঁর এজলাস ছাড়াও বিচারপতির বাড়ির সামনে পোস্টার দেওয়া হয়। এই ঘটনা নিয়ে বিরাট উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এমনকি আইনজীবীদের ওই পক্ষ বিচারপতির এজলাস বয়কট পর্যন্ত করেছিল। সেই ঘটনায় এবার বড় নির্দেশ এসেছে বারের তরফে।  

আরও পড়ুন- মেলেনি প্রাপ্য সম্মান, দেশ-বিদেশে ফুটবল খেলা মেয়ে এখন জোম্যাটোর ডেলিভারি গার্ল!

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে ঝামেলা এবং বাড়ির সামনে পোস্টার সাঁটানোর ঘটনায় পুলিশ যে ৬ জনের নাম জানিয়েছিল, সেই ৬ জনকে আগামী শুনানির দিন উপস্থিত করার নির্দেশ দিয়েছে বার। পুলিশ কমিশনারকেই এই নির্দেশ পালন করতে হবে বলে জানান হয়েছে। এছাড়াও বারের তরফে বলা হয়েছে, যে সমস্ত আইনজীবীরা এই ঘটনায় যুক্ত ছিলেন তাদের নাম মুখবন্ধ খামে বার এসোসিয়েশনের সভাপতি বিশেষ বেঞ্চকে দেবেন পরবর্তী শুনানির দিন। এদিকে বুধবার পুলিশ কমিশনার মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দিয়েছেন। যদিও তা এখন খোলা হয়নি, আগামী শুনানিতেই খোলা হবে। ২৭ মার্চ ফের শুনানি এই মামলার।