নয়া পর্বের শুরু! নাম বদলে বৈশাখী এবার ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’

নয়া পর্বের শুরু! নাম বদলে বৈশাখী এবার ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’

কলকাতা:  রত্নার সংসার ছেড়ে বেশ কয়েক বছর আগেই বেড়িয়ে এসেছিলেন তিনি৷ ‘ঘর বেঁধেছেন’ বান্ধবী বৈশাখীর সঙ্গে৷ তাঁদের এই ‘বন্ধুত্ব’ বঙ্গ রাজনীতিতে বরাবরই চর্চার বিষয় থেকেছে৷  সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে দেখা গিয়েছে তাঁদের৷ তবে এবার নয়া ইনিংস শুরু৷ বদলে গেল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম৷ ‘বন্ধু’র নাম জুড়ে হলেন বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে ক্যাপশন ‘The journey from Me to We begins…’ যার মানে দাঁড়ায়, ‘আমি থেকে আমরা হয়ে পথ চলা শুরু৷’ 

আরও পড়ুন- রাজ্যপালের অভিযোগ ‘অসত্য’, ‘মনগড়া’, ধনকড়ের চিঠির পাল্টা জবাব রাজ্যের

শুধু নামই বদলাননি বৈশাখী৷ বদলে গিয়েছে তাঁর প্রোফাইলের ছবিও৷ যেখানে বন্ধু শোভন আর তিনি একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন হাসিমুখে৷ সোশ্যাল মিডিয়ায় বৈশাখীর এই আপডেট দেখার পরেই প্রশ্ন উঠেছে, তবে কি নিজেদের সম্পর্ককে নতুন পরিচয় দিতে চলেছেন শোভন-বৈশাখী? যদিও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁর৷ শোভন-বৈশাখীকে নিয়ে বাঙালির কৌতুহলেরও অভাব নেই৷ হাতে হাত রেখে রাজনীতির প্রচার থেকে জেল বন্দি শোভনের কাছে ছুটে যাওয়া, সবকিছুরই সাক্ষী থেকেছে বাংলার মানুষ৷ এদিন তাঁর নাম পরিবর্তন প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, শোভনের অনুমতি নিয়েই নিজের নামের সঙ্গে তাঁর নাম জুড়েছেন তিনি৷ 

কিছু দিন নারদ মামলায় শোভন গ্রেফতার হওয়ার পর জেলে ছুটে গিয়েছিলেন বৈশাখী৷ শোভনকে গ্রেফতার করার সময় কেঁদে ফেলেছিলেন৷ আবার অসুস্থ হয়ে এসএসকেএম-ভর্তি শোভনকে দেখতেও ছুটে গিয়েছিলেন তিনি৷ তাঁদের বন্ধুত্ব নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমন কটাক্ষও সহ্য করতে হয়েছে৷ যদিও কোনও কিছুরই তোয়াক্কা করেননি তাঁরা৷ বরং নিজেদের মতো করেই এগিয়ে গিয়েছেন শোভন-বৈশাখী৷ শনিবার ফেসবুক লাইভও করেন তাঁরা৷ 

এ বিষয়ে রত্না বলেন, ‘‘বৈশাখীর স্বামীর বুদ্ধি নেই৷ স্বামী-স্ক্রী দু’জনকেই ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো উচিত৷ মনোজিৎ মণ্ডলই নিজের স্ত্রীকে আমার স্বামীর কাছে পাঠিয়েছিল হানি ট্র্যাপে ফেলতে। আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =