উলট পুরাণ, বিজেপি ছেড়ে তৃণমূলে  যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয়!

উলট পুরাণ, বিজেপি ছেড়ে তৃণমূলে  যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয়!

কলকাতা: একুশের নির্বাচনের আগে দল বদল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি৷ তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগদানের যেন হিড়িক পড়ে গিয়েছে৷ এরই মধ্যে জোড় গুঞ্জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মিলবে এই খবরের৷ ফলে বাধ্য হয়েই এই ‘ভুয়ো’ খবরের সত্যতা যাচাইয়ে আসরে নেমেছেন খোদ বাবুল৷ তাঁর অভিযোগ, এটা তৃণমূলের আইটি সেলের কাজ৷ নিজের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি! দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় বলেন, ‘‘চারিদিকে এখন এই খবর ছড়িয়ে পড়েছে৷ কিন্তু তৃণমূলীদের বলব, ফেক নিউজ যদি বানাতেই হয়, তাহলে একটু সাবধানে বানাও৷ কঠিন শব্দ বলার জন্য মার্জনা চাইছি৷ কিন্তু তৃণমূল দলটিকে আমি মনে প্রাণে ঘৃণা করি! রাজনীতি ছেড়ে দেব কিন্তু টিভিতে এই হেডিং কোনও দিনও হতে দেব না৷ ২০২১-এ মানুষের সাহায্যে তৃণমূলকে দূর আরব সাগরে নিয়ে ফেলতে হবে৷ যাতে আর বাংলার ধারে কাছে আসতে না পারে৷ ততদিন পর্যন্ত খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারব না৷’’ সেই সঙ্গে বৈদ্যুতিন মাধ্যমে প্রচার হওয়া এই ভুয়ো খবরের স্ক্রিনশটও শেয়ার করেন বাবুল সুপ্রিয়৷ যেখানে ব্রেকিং নিউজ হিসাবে বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়ার খবরটি দেখানো হয়েছিল৷ 

আরও পড়ুন- দলে ফিরেছেন, কিন্তু পদ কি ফিরে পাবেন জিতেন্দ্র?

বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে একের পর এক নেতা বিজেপিতে যোগ দিয়েছে৷ শুধু বিজেপি’র ঘর ছেড়ে তৃণমূলে গিয়েছেন সৌমিত্র জায়া সুমিত্রা৷ ফলে বাবুল সুপ্রিয়োর তৃণমূলে যোগ দেওয়ার ভুয়ো খবরে তোলপাড় রাজ্য রাজনীতি৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =