বাবুলের হোয়াটসঅ্যাপ হ্যাক! কীভাবে হল এমন

বাবুলের হোয়াটসঅ্যাপ হ্যাক! কীভাবে হল এমন

77753a4d1b970ff7698ca062bb395722

কলকাতা: অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। দিন দিন যেন এমন ঘটনা বেড়েই যাচ্ছে। এবার কার্যত এমন কিছুই ঘটার উপক্রম হল রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে। তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে বলে জানা গিয়েছে। হ্যাকিংয়ের পর মেসেজিং অ্যাপ থেকে নিজে নিজেই প্রায় ১৫০-২০০ মেসেজ চলে গিয়েছিল বলে বাবুল জানিয়েছেন। কিন্তু কী ভাবে ঘটল এমন ঘটনা?

আরও পড়ুন- কোন জাদুতে ৪০ নম্বর বদলে গেল ১০-এ? গ্রুপ সি-র OMR শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি

রাজ্যের মন্ত্রী এক সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো লিঙ্ক পাঠিয়ে তাঁর ফোন হ্যাক করা হয়। তিনি তখন বুঝতে পারেন যখন তাঁর ফোন থেকে পরপর অন্তত ২০০ জনের কাছে মেসেজ চলে যায়। বাবুল এও জানান, প্রথমে ওই ভুয়ো মেসেজের লিঙ্ক খুলতেই দেখানো হয় ৮৮ জনকে মেসেজ পাঠানো হচ্ছে। হোয়াটসঅ্যাপে নম্বর থেকে আরও অনেকের কাছেই মেসেজ চলে যাচ্ছে। এই চিত্র দেখার পরেই তিনি ফোন বন্ধ করে দেন। যদিও তাতে কিছু সুরাহা হল কিনা সেটা নিশ্চিত নয়।