কলকাতা: বালিগঞ্জ উপনির্বাচনের বাম প্রার্থী তথা ভাইঝি সায়রা শাহ হালিমের সমর্থনে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷ বামেদের নিশানা করে সেই ভিডিয়োবার্তাকে কটাক্ষ করে টুইট করলেন বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। টুইটে নাসিরের প্রশংসা করে বাবুলের খোঁচা, ‘‘ভিডিয়োতে আপনাকে এত বিষণ্ণ লাগছিল কেন? সিপিএম কি জোর-জবরদস্তি আপনাকে দিয়ে ভিডিয়ো রেকর্ডটি করিয়েছে?’’
আরও পড়ুন- কংগ্রেসের প্রতিবাদ মিছিল ঘিরে তুলকালাম ঝালদায়, কালাদিবস পালনের ডাক
প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসনসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন৷ তার আগে জমে উঠেছে যুযুধান রাজনৈতিক শিবিরগুলির বাগযুদ্ধ৷ সায়রার সমর্থনে ওই বার্তায় নাসিরকে বলতে শোনা যায়, ‘‘আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই। সম্পূর্ণ ব্যক্তিগত বোধের উপর নির্ভর করে আমি বালিগঞ্জ উপর্নির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থন করার আবেদন জানাচ্ছি। আমার ভাইঝি হওয়ার সূত্রে আমি ছোট থেকেই তাঁকে চিনি। কিন্তু, পারিবারিক সম্পর্ককে সরিয়ে রেখেই বলতে চাই, আমি ওঁকে সর্বদা একজন সাহসী, সৎ, দায়বদ্ধ এবং সংবেদনশীল মানুষ হিসেবে দেখে এসেছি। এমন একজন মানুষ যিনি সব সময় মানুষের পাশে দাঁড়াতে মরিয়া। যিনি বিভিন্ন সময়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন। মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছেন৷ সমাজসেবার কাজে জীবনকেও উৎসর্গ করেছেন সায়রা।” নাসিরুদ্দিনের কথায়, ‘‘আপনারা এমন মানুষ বেছে নেবেন যিনি বারবার মতাদর্শ বদল করেছেন নাকি এমন মানুষকে চাইবেন যিনি সবসময় মানুষের পাশে থাকেন। সেটা আপনাদের পছন্দ।’’
We all love & respect #NaseerUddinShah • legend & now playing a doting uncle•Have seen so many of his films•He has received both PadmaShree & PadmaBhushan• But sadly he looks very gloomy in this video•Seems @CPIM_WESTBENGAL has forced him to record this but it’s adorable🙏❤️ https://t.co/jM6SQm0ez1
— Babul Supriyo (@SuPriyoBabul) April 4, 2022
এদিন পাল্টা টুইটে বাবুল লিখলেন, ‘আমরা সবাই নাসিরুদ্দিন শাহকে ভালবাসি এবং সম্মান করি। কিংবদন্তি অভিনেতা এ বার স্নেহশীল কাকার ভূমিকায়। তাঁর অভিনীত বহু ছবি দেখেছি৷ উনি পদ্মশ্রী এবং পদ্মভূষণও পেয়েছেন।’ এর পরই সিপিএমকে টেনে বাবুলের আক্রমণ, ‘কিন্তু, দুঃখজনক ভাবে ভিডিয়োয় ওঁকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল৷ মনে হয় সিপিএম ওঁকে দিয়ে জবরদস্তি এই রেকর্ডটি করিয়েছে৷ যদিও ওটা খুব মিষ্টি ছিল।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>