‘অস্বাভাবিক একা লাগছে’, রাজনৈতিক সন্ন্যাসের পর ফের ফেসবুক পোস্ট বাবুলের

‘অস্বাভাবিক একা লাগছে’, রাজনৈতিক সন্ন্যাসের পর ফের ফেসবুক পোস্ট বাবুলের

9596a145e9b199a032183cd93b2ae2fe

কলকাতা:  দিন কয়েক আগে ফেসবুকে দীর্ঘ পোস্ট করে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ যদিও বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর  সাংসদ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি৷ জানান, সক্রিয় রাজনীতিতে না থাকলেও আসানসোলের মানুষের পাশে থাকবেন৷  এরই মধ্যে শনিবার ফের ফেসবুক পোস্ট করলেন আসানসোলের বিজেপি সাংসদ৷ লিখলেন, ‘‘একা ঘরে নিজের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে – কিন্তু এখন নিজেকে abnormally একা লাগছে..৷’’

আরও পড়ুন- বেঁফাস মন্তব্যে বিপাকে দল, মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরে যাওয়া অনিশ্চিত মুকুলের 

এদিন বাবুল ইংরেজিতে আরও একটা বাক্য লিখেছেন৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘জীবন আসলে ওয়ানওয়ে রাস্তা, আপনি ইউ-টার্ন নিতে পারবেন না৷ যে রাস্তা ধরে এতোটা পথ এসেছেন, সে রাস্তা ধরে আর ফিরতে পারবেন না…৷’’  এই মন্তব্যের মধ্যে দিয়ে বাবুল তাঁর  সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ 

প্রসঙ্গত, আজকের ফেসবুক পোস্টে রাজনৈতিক প্রসঙ্গের চেয়েও বড় হয়ে উঠেছে তাঁর মায়ের স্মৃতিচারণ৷ বাবুল লিখেছেন,  ‘জানতাম মায়ের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল | একটা বড় স্ক্রিনওয়ালা মোবাইল কিনে দিয়েছিলাম। ছবিগুলো, লেখাগুলো যাতে দেখতে সুবিধা হয়৷ মোবাইলটাতে কোনও গন্ডগোল হলেই আমার কাছে আসত, ‘এই বাবুল দেখ তো, কিচ্ছু আসছে না। আগের ছোট মোবাইলটাই ভাল ছিল, এটা বাজে’।’

আরও পড়ুন- সুস্থ হচ্ছে রাজ্য, আবারও মৃত্যুশূন্য তিলোত্তমা 

বাবুল জানান, তাঁর মায়ের একটি পোস্ট শনিবার আচমকাই তাঁর চোখে পড়ে৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই তিনি লিখেছেন, ‘জানতাম মা টুকটাক ফেসবুক করে। কিন্তু মা যে আমার প্রায় সব অরাজনৈতিক পোস্ট জটিল, বাজে মোবাইলটা থেকে ধরে ধরে শেয়ার করত, তা জানতাম না।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *