কলকাতা: দিন কয়েক আগে ফেসবুকে দীর্ঘ পোস্ট করে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ যদিও বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সাংসদ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি৷ জানান, সক্রিয় রাজনীতিতে না থাকলেও আসানসোলের মানুষের পাশে থাকবেন৷ এরই মধ্যে শনিবার ফের ফেসবুক পোস্ট করলেন আসানসোলের বিজেপি সাংসদ৷ লিখলেন, ‘‘একা ঘরে নিজের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে – কিন্তু এখন নিজেকে abnormally একা লাগছে..৷’’
আরও পড়ুন- বেঁফাস মন্তব্যে বিপাকে দল, মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরে যাওয়া অনিশ্চিত মুকুলের
এদিন বাবুল ইংরেজিতে আরও একটা বাক্য লিখেছেন৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘জীবন আসলে ওয়ানওয়ে রাস্তা, আপনি ইউ-টার্ন নিতে পারবেন না৷ যে রাস্তা ধরে এতোটা পথ এসেছেন, সে রাস্তা ধরে আর ফিরতে পারবেন না…৷’’ এই মন্তব্যের মধ্যে দিয়ে বাবুল তাঁর সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷
প্রসঙ্গত, আজকের ফেসবুক পোস্টে রাজনৈতিক প্রসঙ্গের চেয়েও বড় হয়ে উঠেছে তাঁর মায়ের স্মৃতিচারণ৷ বাবুল লিখেছেন, ‘জানতাম মায়ের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল | একটা বড় স্ক্রিনওয়ালা মোবাইল কিনে দিয়েছিলাম। ছবিগুলো, লেখাগুলো যাতে দেখতে সুবিধা হয়৷ মোবাইলটাতে কোনও গন্ডগোল হলেই আমার কাছে আসত, ‘এই বাবুল দেখ তো, কিচ্ছু আসছে না। আগের ছোট মোবাইলটাই ভাল ছিল, এটা বাজে’।’
আরও পড়ুন- সুস্থ হচ্ছে রাজ্য, আবারও মৃত্যুশূন্য তিলোত্তমা
বাবুল জানান, তাঁর মায়ের একটি পোস্ট শনিবার আচমকাই তাঁর চোখে পড়ে৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই তিনি লিখেছেন, ‘জানতাম মা টুকটাক ফেসবুক করে। কিন্তু মা যে আমার প্রায় সব অরাজনৈতিক পোস্ট জটিল, বাজে মোবাইলটা থেকে ধরে ধরে শেয়ার করত, তা জানতাম না।’