মুকুল দা ঘোলা জলের মাছ, তবে এদিক-ওদিক করার তো বয়স আছে, কটাক্ষ বাবুলের

মুকুল দা ঘোলা জলের মাছ, তবে এদিক-ওদিক করার তো বয়স আছে, কটাক্ষ বাবুলের

কলকাতা:  বিজেপি থেকে মুকুল ঝরতেই শুরু আক্রমণের পালা৷ ঝাঁঝাল তির ছুড়তে শুরু করেছেন একের পর এক গেরুয়া নেতা৷ এবারে আসরে নামলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ তাঁকে ‘গভীর জলের মাছ’ বলে কটাক্ষ করলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘তৃণমূলে ফিরে মানসিক শান্তি পেল মুকুল’, অভিমত দলনেত্রীর

সাড়ে তিন বছর পর ফের ‘ঘর ওয়াপসি’৷ আর মুকুল তৃণমূলে ফিরতেই তোপ দাগলেন বাবুল৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘আচ্ছা বলুন তো রাজনৈতিক নেতাদের কেন মানুষ অপছন্দ করবে না!! কোনও রাজনৈতিক নেতাদের থেকে ‘নৈতিক’ কিছু মানুষ (আর) আশা করে না, তাদের দোষও দেবে না৷ অনেকেই দল বদলায়, সেটাও ঠিক আছে৷ কিন্তু ব্যাডমিন্টনের শাটলের মতো এদিন ওদিন করার একটা বয়স তো আছে৷ আত্মসম্মান ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম..’’৷ বাবুল আরও লিখেছেন, ‘‘যাইহোক, মুকুলদা যে ধরণের ঘোলাজলে সাঁতার কাটতে ভালোবাসেন আর ‘গভীর জলের মাছ’ ধরেন, সেখানেই খুশি মনে ফিরে গেছেন এটা বেশ ভালোই হয়েছে ! All the Very Best to him।’’

ছেলে শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়ে দল ছাড়তেই মুকুল রায়কে মীরজাফর বলে কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁ৷ আবার অনুপম হাজারা বিজেপি’তে লবিবাজির প্রসঙ্গ তুলে সরব হয়েছেন৷ অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে বৈশালী ডালমিয়ার আবেদন, ‘দল থেকে আবর্জনা দূর করুন’৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার বলেছেন, ‘উনি দলে আসায় লাভও তো কিছু হয়নি৷ পুরনো দলে মুকুল রায় ফিরে যাওয়ায় বিজেপির কোনও ক্ষতি হবে বলে মনে করিনা।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =