রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন বাবুল? ক্রমশ জোরালো হচ্ছে জল্পনা

রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন বাবুল? ক্রমশ জোরালো হচ্ছে জল্পনা

কলকাতা:  মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পর থেকেই বেসুরো বাবুল৷ ইস্তফা দিয়েই ফেসবুকে সটান পোস্ট, ‘পদত্যাগ করতে বলা হয়েছিল৷’’ যা নিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি৷ এর পর থেকে একের পর এক পোস্টে দলের সেই অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছেন আসানসোলের সাংসদ৷ টানা সাত বছর পুরো দস্তুর রাজনীতিতে থাকার পরেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মন থেকে তিনি প্রথমে গায়ক৷ তার পর প্রাক্তন ব্যাঙ্কার ও ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী৷ তিনি ভালোবেসে গান করেন৷ কিন্তু ‘ভালোবেসে’ রাজনীতিক নন৷ তবে কি রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন বাবুল সুপ্রিয়? তাঁর ব্যবহারিক গতিপ্রকৃতি তেমনই ইঙ্গিত দিচ্ছে৷  

আরও পড়ুন- পদ থেকে সরছেন অমিত মিত্র, রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে

মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পর থেকেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন বাবুল৷ তাঁর ‘টুইটার বায়ো’তে যে ভাবে  রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখার চেষ্টা করেছেন তাতে রাজনীতির প্রতি তাঁর বীতশ্রদ্ধাই প্রকাশিত হয়েছে৷ যা তাঁর রাজনৈতিক অবসরের জল্পনা আরও জোড়াল করে তুলেছে৷ সাত বছর আগে নাটকীয় ভাবেই রাজনৈতিক উত্থান ঘটেছিল বাবুলের৷ এবার তাঁর বিদায়ও কি হবে নাটকীয়? রাজনীতি থেকে অসবর নিলে সাংসদ পদও ছাড়তে হবে তাঁকে৷ তবে বাবুলের ঘনিষ্ঠ মহল মনে করছে, তেমনটা করতে হলে দ্বিধা করবেন না তিনি৷ 

আরও পড়ুন- দিদিকে ‘না’ দাদার, ‘আপাতত’ রাজনীতি নিয়ে ভাবতে নারাজ সৌরভ

এদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও তরজায় জড়িয়েছেন আসানসোলের সাংসদ৷ ইস্তফা দেওয়ার পরেই বাবুল যে পোস্ট করেছিলে তাঁর জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘নতুনদের জায়গা দিতে পুরনোদের ইস্তফা দিতেই হয়৷ এটাই নিয়ম৷ আর কেউ তো এমন বলেনি৷ বরখাস্ত করলে কি ভালো হত? বাবুলও ফেসবুকে তার শ্লেষপূর্ণ জবাব দিয়েছেন৷ এই বাদানুবাদের জেরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে শোকজ করা হতে পারে বলেও জল্পনা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 10 =