বাঙালিদের ভরসা করছেন না মোদী! ‘উপলব্ধি’ করতে পেরেছেন বাবুল

বাঙালিদের ভরসা করছেন না মোদী! ‘উপলব্ধি’ করতে পেরেছেন বাবুল

কলকাতা: ‘মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে’, বাবুল সুপ্রিয়র উদ্দেশ্যে এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদিও এখন সেসব অতীত কারণ দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিন্ন করে এখন বাবুল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আর এই যোগদানের পর এই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তাঁর ধ্যান-ধারণা পাল্টে গিয়েছে। এখন বাবুল উপলব্ধি করতে পারছেন যে প্রধানমন্ত্রী বাঙালিদের বিশ্বাস করতে পারেন না! সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা।

আরও পড়ুন- বাড়িওয়ালা-ভাড়াটের সংঘাতেই বিপর্যয়, শোনা হয়নি পুরসভার কথা, আহিরীটোলা নিয়ে ফিরহাদ

বাবুলের বক্তব্য, বিগত কয়েক বছর বিজেপি করার পর তিনি মনে করছেন যে প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করতে পারেন না। এতদিনে বাংলা থেকে মন্ত্রী হওয়া তো দূর, কেউ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হননি। এমনকি বাংলা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতিও অসামঞ্জস্য আছে বলে মনে করছেন বাবুল। এই প্রসঙ্গে তিনি সুরেন্দ্র সিংহ আহলুওয়ালিয়ার কথাও টেনে আনেন। বলেন, তিনিও কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন কিন্তু তাঁকেও স্বাধীন মন্ত্রক দেওয়া হয়নি এতদিনে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির মানসিকতা এবং বাঙালিদের প্রতি আচরণ নিয়ে সরব হয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি যে মন্তব্য করেছেন তাতে এই ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে। এর পাশাপাশি ভবানীপুর উপ নির্বাচন নিয়ে নিশ্চিত সদ্য ঘাসফুল শিবিরে যোগ দেওয়া এই নেতা। তিনি স্পষ্ট বলছেন, রাজ্যের শাসকদলের যিনি প্রধান তিনি তাঁর নিজের এলাকা থেকে জিতবেন এটাই স্বাভাবিক। 

আরও পড়ুন- টানা বৃষ্টিতে মাথায় হাত পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের 

প্রসঙ্গত, প্রায় সকলকে চমকে দিয়ে আচমকাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি মন খুলে কাজ করতে পারবেন এমনটাই জানিয়েছেন, আবার দলবদল করে বিজেপির দিকে আঙুল তুলে একাধিক অভিযোগ এনেছেন। কার্যত সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। এখন আবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর প্রসঙ্গে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এই ব্যাপারে বিজেপির তরফে কী প্রতিক্রিয়া আসে এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *