টানা বৃষ্টিতে মাথায় হাত পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের

টানা বৃষ্টিতে মাথায় হাত পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের

কলকাতা: পুজোর বাকি হাতে গোনা আর মাত্র কিছু দিন। তার আগেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ও  পুজোর মুখে গভীর নিন্মচাপের জেরে বৃষ্টিপাত। ফলে কপালে চিন্তার ভাঁজ শুরু হয়েছে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের।

রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও দক্ষিণবঙ্গের ওপর প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নাজেহাল হয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তা থেকে শিল্পীরা। ছোট বড় পুজো কমিটিগুলোর প্যান্ডেল শিল্পীদের থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা চিন্তায় প্রহর গুনছেন। করোনার কারনে এমনিতেই বড় বাজেটের পুজোর সংখ্যা এবার অনেক কম। ফলে অসুবিধায় প্যান্ডেল শিল্পীরা সমস্যা রয়েছে । তার মধ্যে হাতে গোনা কাজ আর সেগুলি ও বৃষ্টির কারনে সমন্ন না হলে মিলবে না অর্থ।

এদিকে চরম ব্যস্ততার মধ্যেও লক্ষ টাকার প্যান্ডেলের প্রজেক্ট নির্মাণ করতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশাল মাপের প্লাস্টিক পলিথিনে মুড়ে ফেলা হয়েছে প্যান্ডেল। কিন্তু এই বৃষ্টি কবে থামবে তার দিকেই চেয়ে আছেন পুজো উদ্যোক্তা ও মণ্ডপ শিল্পীরা৷ অন্যদিকে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়াতেও মঙ্গলবার রাত থেকেই ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। বুধবার সকালেও বৃষ্টি থামেনি। তবে বেলার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আকাশ সকাল থেকেই মেঘলা। এদিকে, রাতভর প্রবল বৃষ্টির জেরে হাওড়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছে। পুরসভা জমা জল নামাতে অতিরিক্ত পাম্প চালিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। কাজের দিনে সকাল থেকে একনাগাড়ে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়া ব্রিজে বাসগুলোতে অফিস যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =