কলকাতা: তৃণমূলে যোগদানের পর এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বাবুল সুপ্রিয়৷ নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করলেন তিনি৷ অভ্যর্থনা জানিয়ে এদিন বাবুলকে উত্তরীয় পরিয়ে দেন তৃণমূল সুপ্রিমো৷ তাঁদের কথা হয়েছে গান নিয়েও৷ বাবুল বলেন, ‘দিদি বলেছেন পুজোর সময় গান গাইতে৷ আমাদের মধ্যে খুব সুরেলা আলোচনা হয়েছে৷ রিটায়ার্ড হার্ট হয়ে যে ম্যাচ ছেড়েছিলাম, সেখান থেকে নতুন দিগন্ত খুলেছে আমার জন্যে৷’’ তাঁর কথায়, এবার মন খুলে গান করতে পারব৷
আরও পড়ুন- ভয়েস টেস্ট নিয়ে হাইকোর্টে খারিজ মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিং-এর আবেদন
এদিন নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘‘দিদি আমাকে দুপুরে ডেকেছিলেন৷ উনি স্নেহপূর্ণ ভাবে কথা বলেছেন৷ অনেকক্ষণ সেখানে ছিলাম৷ বাবার জন্যেও একটি বইও উনি দিয়েছেন৷ দিদির সঙ্গে কথা বলে আমি খুব খুশি৷’’ তিনি আরও বলেন, অন্য কোথাও থেকে আসার পর এতটা ভালোবাসা পেলে সত্যিই ভালো লাগে৷ অভিষেক ও দিদির উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত৷ আমার উপর তাঁরা ভরসা দেখিয়েছেন৷ তাঁর মর্যাদা রাখব৷ আগামী দিনে আশা করি ভালো কাজ করব৷’ তবে দলে তাঁর ভূমিকা ঠিক কী হবে, সেই প্রশ্নের উত্তর এদিনও এরিয়ে যান বাবুল৷ বলেন, ‘সেটা বলার এক্তিয়ার আমার নেই৷ সে বিষয়ে দিদি এবং অভিষেক বলতে পারবে৷’
আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রীকে অনির্বাচিত রাখাই প্রধান লক্ষ্য’, প্রার্থী না দিয়ে ঘোষণা শুভেন্দুর
এতদিন যিনি বিরোধী ছিলেন, তাঁকে নেত্রী হিসাবে কেমন লাগছে বাবুলের? জবাবে প্রাক্তন বিজেপি নেতা বলেন, ‘‘এর আগেও দিদির সঙ্গে অনেক বার দেখা হয়েছে৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে আলোচনা হয়েছে৷ নেতাজির জন্মবার্ষিকীতে ভিক্টেরিয়াতে আয়োজিত অনুষ্ঠানেও ওঁর পাশেই বসেছিলাম৷ কী কী বাদ্যযন্ত্র বাজছে, আমার কাছে জানতে চেয়েছিলেন দিদি৷ সুর নিয়েও উনি কিছু অসাধারণ কথা বলেছেন৷’’ বাবুলের কথায়, ‘‘এবার মন খুলে কাজ করতে পারব এবং মন খুলে গান করতে পারব৷’’