কলকাতা: বাবুল সুপ্রিয়র রাজনীতি ছাড়ার ঘোষণায় শোরগোল৷ শনিবার বিকেলে ফেসবুক পোস্টে রাজনৈতিক সন্ন্যাসের কথা ঘোষণা করেন আসানসোলের সাংসদ৷ সেই সঙ্গে তিনি এও জানান, অন্য কোনও দলে তিনি যাচ্ছেন না৷ কেউ তাঁকে ডাকেওনি৷ তাই তৃণমূল, কংগ্রেস বা সিপিএম একটি দলেও যোগ দেওয়ার পরিকল্পনা নেই তাঁর৷ কিন্তু এর পরেই ফেসবুক পোস্ট থেকে এই অংশটি ছেঁটে ফেলেন আসানসোলের সাংসদ৷ এর পরেই বিজেপি বিরোধী শিবিরে তাঁর যোগদান নিয়ে নতুন করে জল্পনা মাথাচাড়া দেয়৷
আরও পড়়ুন- ‘আগে সাংসদ পদ ছাড়ুন, নাহলে নাটক বলব’ বাবুলের পোস্টে তীব্র কটাক্ষ কুণালের
রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করে প্রথমে ফেসবুক পোস্টে বাবুল লিখেছিলেন, ‘‘অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়। একেবারে নিশ্চিত ভাবে বলছি। কেউ আমায় ডাকেনি, আমিও কোথাও যাচ্ছি না। আমি বরাবর একপক্ষের সমর্থক। চিরকাল মোহনবাগানকেই সমর্থন করে এসেছি। বাংলায় একমাত্র বিজেপিই করেছি।’’ কিন্তু সন্ধ্যা ঘনাতেই তাঁর পোস্ট থেকে এই অংশটি তিনি বাদ দিয়ে দেন৷ বদলে ‘সবার সব কথা শুনলাম – বাবা, (মা) স্ত্রী, কন্যা, দু’একজন প্রিয় বন্ধুবান্ধব.. সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি, চললাম…’ এই অংশটুকু শুধু রেখে দেন।
আরও পড়ুন- জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের হাইকোর্টে দাঁড় করানোর হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র
প্রসঙ্গত, দিন কয়েক আগে টুইটারে মুকুল রায়কে ফলো করতে শুরু করেছিলেন বাবুল সুপ্রিয়৷ তৃণমূল কংগ্রেসকেও ফলো করেন তিনি৷ যা নতুন করে জল্পনার জাল বুনেছিল৷ সেই সময় অবশ্য সেই জল্পনা জলহাওয়া পায়নি৷ এদিন বাবুলের এই পোস্ট বদল নতুন করে পুরনো জল্পনা উস্কে দিয়েছে৷ আর তাতে ঘৃতাহুতি দিয়েছেন বীরভূম দেলার সভাপতি অনুব্রত মণ্ডল৷ তিনি বলেন, ‘‘বাবুল ভাল ছেলে। উনি শুনছি সাংসদ পদ ছেড়ে দেবেন। এখনও ছাড়েননি। ছাড়লে অনেক কিছু বলার আছে।’’