হাবরা: ‘‘যাঁরা জাতীয় মানবাধিকার কমিশনের মেম্বার নিয়োজিত রয়েছেন তারা আরএসএস মনোনীত। তাছাড়া জাতীয় মানবাধিকার কমিশনকে পরিচালনা করেন বিজেপি নেতারা৷ তাই মানবাধিকার কমিশনের অভিযোগের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি৷’’ জানিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের দাপুটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ বললেন, ‘‘মিথ্যা অভিযোগ করা৷ এবার জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের হাইকোর্টে দাঁড় করাব৷’’
এদিন হাবরা থানা বাজার এলাকায় একটি রক্তদান শিবির অনুষ্ঠানে এসে অনুষ্ঠান মঞ্চ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের লক্ষ্য করে এমনই মন্তব্য করেন জ্যোতিপ্রিয়৷ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ভোট-পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে সম্প্রতি কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷ ওই রিপোর্টেই কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের আরও কয়েকজন শীর্ষ নেতা ও মন্ত্রীর৷ ওই প্রসঙ্গেই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনেন তিনি৷
মানবাধিকার কমিশনের পাশাপাশি ত্রিপুরা বিজেপি মুখ্যমন্ত্রীর বিচক্ষনতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন জ্যোতিপ্রিয়৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর বিচক্ষণতার অভাব রয়েছে৷ তাই উনি আইপ্যাডের কর্মীদের আটকে ত্রিপুরায় তৃনমূলের জয়যাত্রা শুরু করে দিয়েছেন৷ যার ফলে আগামী বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ত্রিপুরায় ক্ষমতায় আসবেন।’’