‘আমি আছি’, নাড্ডার সঙ্গে বৈঠকের পর নিজের কেন্দ্রকে বার্তা বাবুলের

‘আমি আছি’, নাড্ডার সঙ্গে বৈঠকের পর নিজের কেন্দ্রকে বার্তা বাবুলের

 

কলকাতা: রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছেন বটে, কিন্তু আসানসোলের মানুষের পাশে থাকবেন একইভাবে৷ আগের মতোই কাজ করে যাবেন তিনি৷ ফের ফেসবুক পোস্ট করে নয়া বার্তা দিলেন বাবুল সুপ্রিয়৷ সোমবার রাতে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর দীর্ঘ ফেসবুক পোস্টে আসানসোলের মানুষের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷  

আরও পড়ুন- গ্রামের রোগীরা বিনামূল্যে পরিষেবা পাবেন! নয়া প্রকল্পের সূচনা মমতার

শনিবার বাবুলের ফেসবুক পোস্টের পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি৷ দীর্ঘ পোস্টে রাজনীতি থেকে সরে আসার কথা ঘোষণা করেন আসানসোলের সাংসদ৷ সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলেও জানান তিনি৷ এর পরেই দফায় দফায় তাঁর মানভঞ্জনের চেষ্টা চালায় দলীয় নেতৃত্ব৷ সোমবার নিজের বাসভবনে বাবুলের সঙ্গে বৈঠক করেন জেপি নাড্ডা৷ এর পরেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি৷ এর আগে তাঁকে ফোন করেছিলেন অমিত শাহও৷ 

নাড্ডার বাড়ি থেকে বেড়িয়েই বাবুল জানান, রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও নিজের সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করবেন৷ ফেসবুস পোস্ট করে নিজের কেন্দ্রের পাশে থাকার আশ্বাসও দেন আসানসোলের বিজেপি সাংসদ৷ তিনি লেখেন, ‘সমস্ত কাজে আমাকে পাওয়া যাবে। এক জন সাংসদ হিসাবে আমার কাছে এটাই প্রত্যাশিত।’ সেই সঙ্গে এটাও স্পষ্ট উল্লেখ করেন যে, ‘রাজনীতি ছাড়ার আমার সিদ্ধান্ত পরিবর্তিত হবে না।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *