কলকাতা: চিকিৎসা পরিষেবার উন্নয়নে প্রত্যন্ত গ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পৌঁছে দিতে রাজ্য সরকার ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামে একটি প্রকল্পের সূচনা করেছে। আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ দিবসের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন এই স্বাস্থ্য প্রকল্পে গ্রামের রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। গ্রামাঞ্চলে যেসব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকেই টেলিমেডিসিনের মাধ্যমে এই প্রকল্প রূপায়িত হবে। আগামীদিনে স্বাস্থ্য কেন্দ্রগুলিকেই ক্লিনিকে উন্নীত করা হবে বলেও তিনি জানান। বর্তমানে রাজ্যের দুই হাজার ৩১৩ টি স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষেবা পাওয়া গেলেও আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন- BREAKING: বিষমদকাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশার যাবজ্জীবন
আজ নেতাজি ইন্ডোরে ‘খেলা হবে’ প্রকল্প উদ্বোধনে মমতা জানান, বাংলায় খেলার পরিকাঠামো মজবুত করা লক্ষ্যে অনেক পদক্ষেপ করা হয়েছে৷ ৪০টি যুব নিবাস, ৭৪টি স্টেডিয়াম, ৭৯৩টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, ৪ হাজারের বেশি মাল্টি জিম, ৪০০-র বেশি খেলার মাঠের উন্নয়ন, সুইমিং পুল, রাজ্য জুড়ে বিভিন্ন স্টেডিয়াম, যুব ভারতী ক্রিড়াঙ্গন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডার্ন মাঠ, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি ‘খেলাশ্রী’ প্রল্পের আওতায় বিভিন ক্লাবকে আর্থিক সহায়তা করা হচ্ছে৷ ২৫ হাজার ক্লাবকে ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা করে গ্রান্ট দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ১ লক্ষ গরিব ক্লাবের জন্য ফুটবল তৈরি করা হয়েছে৷ আইএফ-এর অধীনে থাকা ৩০৩ টি ক্লাবের প্রতিটি ক্লাবকে ১০ টি করে ফুটবল দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ এছাড়াও ইস্ট বঙ্গল, মোহনবাগান ও মহামেডানকে ১০০টি করে বল দেওয়া হবে।