শিশিরের ছবি দিয়ে নেট পড়ায় ভাইরাল ‘বাবাকে বলো’, পুলিশে অভিযোগ দিব্যেন্দুর

শিশিরের ছবি দিয়ে নেট পড়ায় ভাইরাল ‘বাবাকে বলো’, পুলিশে অভিযোগ দিব্যেন্দুর

কলকাতা: দিন কয়েক আগে বিধানসভার তর্জায় শুভেন্দু অধিকারীকে ‘বাবাকে বলো’ কর্মসূচি শুরু করার পরামর্শ দিয়েছিলেন নৈহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক৷ এই কথায় সংসদে হাসির রোল উঠলেও বিধানসভার বাইরে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী৷ এবার ‘বাবাকে বলো’ কর্মসূচিই হয়ে উঠেছে রাজনৈতিক রসিকতা রসদ৷ কাঁথির বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘বাবাকে বলো’ মিম৷ ফেসবুকে মিম নিয়ে এবার থানায় অভিযোগ দায়ের করলেন শিশির-পুত্র দিব্যেন্দু অধিকারী৷ 

আরও পড়ুন- ‘হাঁফ ছেড়ে বাঁচাতে’ দিলীপদা আনন্দ পেয়েছেন! বিস্ফোরক পোস্ট বাবুলের

অভিযোগ,সোশ্যাল মিডিয়ায় যে মিম ছড়িয়ে পড়েছে সেখানে শিশির অধিকারীর ফোন নম্বর থাকায় অনেকেই তাঁকে ফোন করছেন৷ অধিকাংশ ক্ষেত্রেই ফোন আসছে তাঁকে বিরক্ত করার জন্য৷ বিনা অনুমতিতে তাঁর ছবি ও ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তিনি মানসিক উদ্বেগের শিকার হচ্ছেন বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে৷ ফেসবুকে এই মিম ছড়িয়ে দেওয়ার জন্য থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দিব্যেন্দু৷ থানায় সন্ধ্যা ধাউ, প্রশান্ত কাডু বসু, অরিজিৎ নন্দী, শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এবং চন্দন জানার নাম উল্লেখ করা হয়েছে৷  তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন দিব্যেন্দু৷

আরও পড়ুন- PAC চেয়ারম্যান মুকুল, বিরোধিতায় এবার রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

প্রসঙ্গত, মুকুল রায় বিজেপি ছাড়ার পরেই তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনতে উদ্যোগী হয়েছেন শুভেন্দু অধিকারী৷ সেক্ষেত্রে বাড়ি থকে তাঁকে এই কাজ শুরু করার পরামর্শ দেন তৃণমূলের বিধায়করা৷ কারণ শিশির অধিকারী অমিত শাহের সভায় যোগ দিলেও খাতায় কলমে তিনি এখনও তৃণমূল সাংসদ৷ যা নিয়ে লোকসভা স্পিকারকে চিঠিও লিখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এর পরেও তিনি সাংসদ পদ ছাড়েননি৷ এরই মধ্যে ‘বাবাকে বলো’ মিমের প্রচার শুরু হওয়ায় অস্বস্তিতে পড়েছেন কাঁথির সাংসদ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *