কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের পর বাংলা থেকে চারজন প্রতিমন্ত্রী হয়েছেন। কিন্তু আগের দুই জন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর মন্ত্রিত্ব গেছে। বাবুলের মন্ত্রিত্ব চলে যাওয়া প্রসঙ্গে একদিকে যেমন তিনি নিজে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ঠিক তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য রেখেছেন। তবে এই প্রসঙ্গে সবথেকে উত্তেজক মন্তব্য করেছিলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, রোজ বাবুল সুপ্রিয় কে মুখ্যমন্ত্রীর ধমক খেতে হত, তাই তিনি এখন হাফ ছেড়ে বেঁচেছেন। এই প্রসঙ্গে এবার ফেসবুকে কার্যত বিস্ফোরক পোস্ট করলেন বাবুল সুপ্রিয়। একেবারে নাম করে দিলীপ ঘোষ সম্পর্কে লিখলেন তিনি যা রাজনৈতিক হলে আবার নতুন কৌতুহলের জন্ম দিল।
ফেসবুকে বাবুল লিখলেন, ”রাজ্য সভাপতি হিসেবে ‘মনের আনন্দে’ দিলীপদা অনেক কিছুই বলেন। আবারও বললেন, আমি শুনলাম। কিন্তু এই উক্তিটি কেন করলেন সেটা যদি এবারকার জন্য আমি ‘স্বজ্ঞানে’ বুঝেও না বুঝি তো ক্ষতি কি?? এটাই আমার প্রতিক্রিয়া! আমার “হাঁফ ছেড়ে বাঁচাতে” দিলীপদা আনন্দ পেয়েছেন এতেই আমি আনন্দিত! উনি রাজ্য সভাপতি – সবার শ্রদ্ধার পাত্র! আমিও আন্তরিক শ্রদ্ধা জানালাম প্রিয় দিলীপদাকে!!” মন্ত্রিত্ব হারানো প্রসঙ্গে বাবুল জানিয়েছিলেন, “হ্যাঁ যেখানে ধোঁয়া দেখা যায় সেখানে আগুন থাকবে এটাই স্বাভাবিক। হ্যাঁ আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি, হ্যাঁ আমাকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।” এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন যে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী হবার তিনি সুযোগ করে দিয়েছিলেন এবং দেশের হয়ে কাজ করার যায়গা করে দিয়েছিলেন।
আরও পড়ুন- বিজেপি রাজ্য থেকে বেশি মন্ত্রী! হিসেব করে দেখালেন ডেরেক
আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নিয়ে তাঁর কিছু বলার নেই কারণ, রদবদলে যা হচ্ছে তাতে বিজেপি দলের হয়তো সুবিধা হবে কিন্তু দেশের মানুষের কোন সুবিধা হবে না। তবে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, তিনি শুনেছেন যে তাঁরা দুজন বাদ পড়েছেন। মমতার কথায় তাঁরা হয়তো এখন খারাপ হয়ে গিয়েছেন। তবে এই প্রসঙ্গে বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেছেন, কথায় আছে বিনাশ কালে বুদ্ধিনাশ। এখন ওদের সময় খারাপ যাচ্ছে তাই হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তারা।