Aajbikel

BREAKING: মাধ্যমিকের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’! পর্ষদের ভুলে তোলপাড় রাজ্য

 | 
টেস্ট পেপার

কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’৷ ভারতের ম্যাপ পয়েন্টিং-এ চিহ্নিত করতে বলা হল ‘আজাদ কাশ্মীর’৷ পাকিস্তানের ভাষা কেন মাধ্যমিকের টেস্ট পেপারে? তোলপাড়া রাজ্য৷ বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে বলে জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি৷ 

আরও পড়ুন- ব্রেকিং: বাজারে সঙ্কট বিকল্প বেবি ফুডের, স্যালাইনের ভরসা বাড়ছে

চলতি বছরের টেস্ট পেপারে ১৩২ নম্বর পাতায় ম্যাপ পয়েন্টিং-এর একটি প্রশ্নে ‘আজাদ কাশ্মীর’ চিহ্নিত করতে বলা হয়েছে। সেখানে যে চারটি স্থানের নাম উল্লেখ করে মানচিত্রে চিহ্নিত করতে বলা হয়েছে, তার প্রথমটিই হল ‘আজাদ কাশ্মীর’। মালদহের একটি স্কুলের প্রশ্নপত্রে এই প্রশ্ন ছিল বলে দাবি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

 

 

এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সংশ্লিষ্ট স্কুলের ঘাড়েই দায় চাপিয়েছে৷ সেই সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখার পর পদক্ষেপের আশ্বাস দিয়েছে৷ ইতিহাসবিদদের একাংশ অবশ্য বলছেন, যাঁরা পাকিস্তানের অধিবাসী তাঁরা এই শব্দ ব্যবহার করে থাকে৷ কিন্তু কী ভাবে ভারতে এই শব্দ প্রয়োগ করা হল? 


এই প্রসঙ্গে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, বিষয়টি সামনে আসার পরই সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যাঁরা টেস্ট পেপার তৈরি করেন, তাঁদের বলেছি বিষয়টা খতিয়ে দেখার জন্য। তবে কোনও স্কুলের অটোনমিতে আমরা হস্তক্ষেপ করি না। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে।’

এদিকে এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘এই বিষয়টা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলেছে। যা ঘটেছে সেটা ভুল৷’ 

Around The Web

Trending News

You May like