‘দমবন্ধ হয়ে আসছে বলে বিজেপি’র আইসিইউ-তে গিয়ে ভর্তি হচ্ছে’, খোঁচা অভিষেকের

‘দমবন্ধ হয়ে আসছে বলে বিজেপি’র আইসিইউ-তে গিয়ে ভর্তি হচ্ছে’, খোঁচা অভিষেকের

কুলপি: শুক্রবার সকলকে এক প্রকার স্তম্ভিত করে আচমকা ইস্তফা দেন রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিপাঠী। তিনি বলেন, অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের অন্দরে দম বন্ধ হয়ে আসছিল তাঁর। এদিন কুলপি’র জনসভা থেকে নাম না করে দীনেশ ত্রিবেদীকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বললেন, এখন বড় বড় ভাষণ দিচ্ছেন৷ বলছেন, তৃণমূলে কাজ করতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে৷ আর দমবন্ধ হয়ে আসছে বলে বিজেপি’র আইসিইউ-তে গিয়ে ভর্তি হচ্ছে৷ আগামী দিনে মানুষ দম বন্ধ করে দেবে৷ 

আরও পড়ুন-  উত্তরপ্রদেশের গুটখার থুতু বাংলার লোহার জং ধরাতে পারবে না! আক্রমণ অভিষেকের

ছন্দ মিলেয়ে অভিষেকের তোপ, ‘চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি৷’ তিনি বলেন, বাংলার মানুষ জবাব দেবে৷ যারা বাংলার আবেগ ভালোবাসা, বিশ্বাস, অহংকার দিল্লির হাতে বিক্রি করছে, মানুষ তাঁদের যোগ্য জবাব দেবে৷ সেই সঙ্গে বিজেপি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে লড়াই করার ডাক দেন অভিষেক৷ দক্ষিণ ২৪ পরগণায় ৩১ শে ৩১ করার হুঙ্কার দেন তিনি৷ 

অভিষেক বলেন, ‘‘আজকের জনসভায় তিনটি বিধানসভা থেকে লোক এসেছে৷ কুলপি, মন্দিরবাজার এবং রায়দীঘি৷ যে সংখ্যাক মানুষ এই জনসভায়  উপস্থিত হয়েছেন, তাঁরা যদি আগামী দিনে ভোটাধিকার প্রয়োগ করে বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেন তাহলেই মীরজাফর অ্যান্ড কোম্পানির জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে৷ ২৫০-এর বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হবেন বলেও বিশ্বাসী তিনি৷ 

আরও পড়ুন- ‘মমতার ১টা ইঞ্জিনের মোকাবিলা করতে ৫০০ ইঞ্জিন নামাতে হচ্ছে বিজেপির’, কটাক্ষ অভিষেকের

বিজেপি’কে এক হাত নিয়ে তিনি বলেন, মালদায় স্কুলের বাচ্চাদের টাকা দিয়ে ব়্যালিতে আনা হচ্ছে৷ ৩০০ টাকা করে দেওয়া হয়েছে তাদের৷ তাতেও মাঠ ভরাতে পারছে না৷ ছাত্র থেকে শুরু করে বিধায়ক, সকলকে কিনছে৷ ভাবছে টাকা দিয়ে কিনে ভোট হবে৷ কিন্তু বাংলার মানুষের ভোট কী ভাবে কিনবে ওরা? প্রশ্ন তোলেন অভিষেক৷ 

এদিন অমিত শাহকেও এক হাত নেন তৃণমূল সাংসদ৷ বলেন, ‘‘অমিত শাহ বলছেন তৃণমূল কংগ্রেস কে উপড়ে ফেলবে৷ অমিত শাহজি কী ভাবে উপড়ে ফেলবেন? তৃণমূল কংগ্রেস কী কোনও হোর্ডিং, ব্যানার না পোস্টার? মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে বাস করেন৷ মানুষের মন থেকে কী ভাবে উপড়ে ফেলবেন তাঁকে? মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না৷ আগামী ৫০ বছর বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস থাকবে৷’’      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =

উত্তরপ্রদেশের গুটখার থুতু বাংলার লোহার জং ধরাতে পারবে না! আক্রমণ অভিষেকের

উত্তরপ্রদেশের গুটখার থুতু বাংলার লোহার জং ধরাতে পারবে না! আক্রমণ অভিষেকের

কুলপি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বকে বহিরাগত বলে আক্রমণ করার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, উত্তরপ্রদেশের গুটখার থুতু বাংলার লোহায় জং ফেলতে পারবে না। একই সঙ্গে অভিষেকের বক্তব্য, বাংলায় আগামী ৫০ বছর তৃণমূল কংগ্রেস সরকার থাকবে তাতে কোন সন্দেহ নেই।

আরও পড়ুন-  রেকর্ড ডাউনলোড ‘দিদির দূত’ অ্যাপ, কী রয়েছে এতে? আপানার থেকেই বা কী তথ্য চাওয়া হচ্ছে?

এদিন কুলপি থেকে জনসভা করে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে লোক বাংলায় ঢোকাচ্ছে বিজেপি। কিন্তু এতে কোনো লাভ হবে না কারণ এইভাবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো যাবে না। উত্তরপ্রদেশের গুটখার থুতু বাংলার লোহার জং ধরতে পারবে না বলে আত্মবিশ্বাসী মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ইঞ্জিন ফেলতে বিজেপিকে ৫০০ ইঞ্জিন আনতে হচ্ছে। ‌ এরাই নাকি আবার ডবল ইঞ্জিন সরকার চালানোর কথা বলে। অভিষেকের কটাক্ষ, চুরি ঢাকার জন্যই বাংলা এবং দিল্লিতে একই সরকার চাইছে বিজেপি। এরা নির্লজ্জ দু’কান কাটা ছাড়া কিছু নয়। জনসভায় আগত সকলের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি যদি টাকা দেয় সেটা নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। যে টাকা বিজেপি দিচ্ছে সেটা জনগণের টাকা, সেই টাকা নিজেদের কাজে লাগাতে হবে।

আরও পড়ুন- ‘মমতার ১টা ইঞ্জিনের মোকাবিলা করতে ৫০০ ইঞ্জিন নামাতে হচ্ছে বিজেপির’, কটাক্ষ অভিষেকের

অভিষেক দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে আরো বলেন, বিজেপি বলছে রাম সর্বেসর্বা কিন্তু দুর্গাকে কেউ চেনে না। এরা আবার নারী সম্মানের কথা বলে। এদের নেতারাই বলে গরুর দুধের সোনা আছে। সেই সোনা দিয়ে থাকি বাংলা সোনার গড়ে তুলবে। অভিষেকের কটাক্ষ, আগে তাহলে গুজরাট, উত্তর প্রদেশ সোনার বানিয়ে দেখান বিজেপি, তারপর না হয় বাংলা। তিনি বলেন, জয় শ্রীরাম না বলে জয় সিয়া রাম বলার ক্ষমতা আছে বিজেপির। করতে পারবে না। কারণ মহিলাদের সম্মান দিতে জানে না এরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eight =

২৫০-র বেশি আসনে জিতবে তৃণমূল, দিল্লি থরথর করে কাঁপবে! আত্মবিশ্বাসী অভিষেক

২৫০-র বেশি আসনে জিতবে তৃণমূল, দিল্লি থরথর করে কাঁপবে! আত্মবিশ্বাসী অভিষেক

কলকাতা: তপশিলি জাতি এবং উপজাতিদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন একদিকে যেমন বিজেপিকে এক হাত নিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল ২৫০-র বেশি আসন জিতবে বলেও আত্মবিশ্বাসী মন্তব্য করেন তিনি। হুঙ্কার দিয়ে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৫০ টির বেশি আসনে অবশ্যই জিতবে আর ওদিকে দিল্লির চেয়ার থর থর থর থর করে কেঁপে যাবে।

এ দিন গীতাঞ্জলি স্টেডিয়ামে এই অনুষ্ঠানে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের তৃণমূল সরকার জনদরদি সরকার। অন্যদিকে বিজেপি শুধু ধর্মের ভেদাভেদ করে বিভ্রান্তির সৃষ্টি করছে। ঘূর্ণিঝড় থেকে শুরু করে করোনাভাইরাস পরিস্থিতি এবং লকডাউনে বিজেপি নেতাদের টিকি দেখা যায় না। এ দিকে নির্বাচন আসলে দলিতদের বাড়িতে খেতে যায়, কলাপাতায় খায় দুপুরে, রাত্রিবেলা ফাইভ স্টার হোটেলে ডিনার করে। অভিষেকের কথায়, সকালে কলা পাতার সঙ্গে দোস্তি, রাত্তিরে ফাইভ স্টার হোটেলে গিয়ে মস্তি, এই হচ্ছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস যে ২৫০ টিরও বেশি আসনে জিতবে সেই মন্তব্য ব্যাপক আত্মবিশ্বাসের সঙ্গেই এ দিন করেন তিনি। অভিষেক জানান, বাংলায় যখন তৃণমূল কংগ্রেস বিপুল আসন পেয়ে ক্ষমতায় আসবে তখন দিল্লির চেয়ারে থর থর করে কাঁপতে থাকবে।

তপশিলি জাতি এবং উপজাতিদের অনুষ্ঠানে দলিতদের অত্যাচারের বিষয়েও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তিনি বলেন, বিজেপির আমলে দলিতদের উপর অত্যাচার ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এ দিকে ২০১৮ সালের তথ্যের নিরিখে তফসিলি জাতির ওপর অত্যাচার বেড়েছে। দলিতের বাড়িতে খেয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা। বিজেপিকে এক হাত নেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক সাফল্যের খতিয়ানও এ দিন তুলে ধরলেন তিনি। জানালেন, ১ কোটিরও বেশি স্বাস্থ্য সাথী কার্ড ইতিমধ্যেই দেওয়া হয়েছে অন্যদিকে, ২ কোটি ৭০ লক্ষ মানুষ দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =