রেকর্ড ডাউনলোড ‘দিদির দূত’ অ্যাপ, কী রয়েছে এতে? আপানার থেকেই বা কী তথ্য চাওয়া হচ্ছে?

রেকর্ড ডাউনলোড ‘দিদির দূত’ অ্যাপ, কী রয়েছে এতে? আপানার থেকেই বা কী তথ্য চাওয়া হচ্ছে?

কলকাতা:  ভোটের মুখে জনসংযোগ গভীর করতে তৃণমূলের নয়া উদ্যোগ৷ আনা হল দিদির দূত অ্যাপ৷ এই বিশেষ অ্যাপ ডাউনলোড করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে সাধারণ মানুষ৷ রেকর্ড গড়ে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন-  বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, ভোটের আগেই মুখে হাসি

মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক সভা ও কর্মসূচি পালন করছেন, এই অ্যাপের মাধ্যমে সরাসরি তা দেখতে পাবে সাধারণ মানুষ৷ এই অ্যাপের পাশাপাশি রাস্তায় নামবে ‘দিদির দূত’ নামে বিশেষ প্রচার গাড়ি৷ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ঘুরবে এই ভ্যান৷ এর মূলত তিনটি লক্ষ্য৷ প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উন্নয়নের জন্য কী কাজ করেছেন তা মানুষকে জানানো৷ দ্বিতীয়ত, মানুষের যদি কোনও অভাব অভিযোগ থাকে তাহলে দিদির দূত ভ্যানে তৃণমূলের যে সকল নেতাকর্মীরা থাকবেন, তাঁরা সেই অভাব অভিযোগ শুনবেন৷ তৃতীয়ত, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি’র অপপ্রচারের জবাবও দিদির দূত ভ্যানের মধ্যে দিয়ে দেওয়া হবে৷ এমনটাই জানিয়েছে তৃণমূল৷ 

গত ৪ ফেব্রুয়ারি লঞ্চ করা হয় ‘দিদির দূত’ অ্যাপ৷ এই ৯ দিনের মধ্যেই লক্ষাধিক মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন বলে তৃণমূল সূত্রে খবর৷ ভোটের আগে অন্তর্জালের মধ্যে দিয়ে মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার কৌশল নিয়েছে তৃণমূল সরকার৷ ঠিক কী কী রয়েছে এই অ্যাপে? 

•    এই অ্যাপে খবরের যে বিভাগ রয়েছে, সেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে উল্লখ করা হয়েছে৷ 
•    ইনফোগ্রাফিকের মাধ্যমে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের সূচক৷ 
•     গ্যালারি বিভাগে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভা ও কর্মসূচির ভিডিয়ো ও ছবি৷ 
•     এছাড়াও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাস৷ রয়েছে নানাবিধ উদ্যোগের বিবরণ ও তৃণমূল সুপ্রিমোর সংক্ষিপ্ত ভিডিয়ো৷ 
•     নজেল স্টোরে গেলেই মিলবে রাজ্যের উন্নয়নের খতিয়ান৷ 
•     তৃণমূলের নানা কর্মসূচির হদিশও এখান থেকেই পাওয়া যাবে৷ 
•     তৃণমূল নেত্রীর উদ্দেশে কোনও পরামার্শ থাকলে ‘দিদির সাথে যুক্ত’ বিভাগে তা দেওয়া যাবে৷ 
•     এই অ্যাপে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার লাইভ টেলিকাস্ট৷ 
•     জানানো যাবে অভিযোগও৷ 

আরও পড়ুন-  তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর, মহিলাদের হেনস্থা! কাঠগড়ায় আব্বাস সিদ্দিকির দল

এই অ্যাপে রেজিস্ট্রেশন করার সময় আপনাকে কিছু তথ্য দিতে হবে৷ সেগুলি হল- 
•    নাম
•    লিঙ্গ
•    মোবাইল নম্বর
•    ঠিকানা
•    ইমেল অ্যাড্রেস
•    জন্ম তারিখ
•    আইডেনটিটি প্রুফ৷ যেমন- ভোটার আইডি/ ড্রাইভিং লাইসেন্স/ পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর/ ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের বিস্তারিত বিবরণ৷ 
•     বিধানসভা কেন্দ্রের বিস্তারিত তথ্য৷ 
•     অন্যান্য তথ্য যা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে আপনাকে চিহ্নিত করতে পারে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 9 =