‘মমতার বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পূর্বাভাস ছিল’, বিস্ফোরক দাবি পার্থর

‘মমতার বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পূর্বাভাস ছিল’, বিস্ফোরক দাবি পার্থর

কলকাতা: নন্দীগ্রামে আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিবাদে আজই নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস৷ প্রতিনিধি দলে রয়েছেন পার্থ চট্টপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডেরেক ও’ব্রায়েন৷ তার আগে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷  

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম, ধস্তাধস্তি সবুজ-গেরুয়ায়

তিনি বলেন, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা সুষ্ঠভাবে বজায় রেখে সমাজকে ঐক্যবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে শান্তি, সংহতি এবং প্রগতির কাজ চলছিল৷ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরেই নির্বাচন কমিশন প্রথমে এডিজি আইন-শৃঙ্খলা, তারপরে ডিজিকে সরিয়ে দেয়৷ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পরই নিজের পদ থেকে অপসারিত হন ডিজি৷ এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ঘটল৷’’ 

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, ‘‘ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর উপর আঘাত হানা হবে, সেই পূর্বাভাস ছিল৷ বিজেপি সাংসদদের পোস্টে, তাঁদের বক্তব্যে এটা পরিষ্কার ছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হতে পারে৷ এই ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি’র শীর্ষ নেতারা৷’’ ডিজিপি-কে অপসারণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ভাবে নিরাপত্তাবিহীন অবস্থায় আক্রমণ করার দায় কার? প্রশ্ন তোলন তিনি৷ 

তাঁর কথায়, রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে৷ রাজ্য পুলিশকে নিয়ন্ত্রণ করার জঘন্য প্রচেষ্টা চলছে৷ পুলিশকে নিষ্ক্রীয় করে রাখা হচ্ছে৷ এই জঘন্য প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানায় তৃণমূল৷ তাঁর অভিযোগ, দায়িত্ববান পুলিশ অফিসারদের ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ বিপদের দিনে প্রশাসনের পাশে দাঁড়িতে ভয় পাচ্ছেন তাঁরা৷ বাংলাকে এত উপেক্ষা কেন? প্রশ্ন তাঁর৷ সমস্ত রাষ্ট্র শক্তি দিয়ে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করা হচ্ছে৷ পার্থ বাবু বলেন, ‘‘নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার দায়িত্ব তার নিয়ন্ত্রণে নেওয়ার পরই রাষ্ট্রবাদের নতুন উদ্যোগ শুরু হয়েছে৷ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল৷’’ 

আরও পড়ুন-  কীভাবে আক্রান্ত মমতা? ভিডিও প্রকাশ্যে এনে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি বিজেপির

তাঁর অভিযোগ, বিজেপি’র একদল প্রতিনিধি এসে যা বলছে, তাই হচ্ছে৷ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে৷ আশা করব, রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠ ভাবে সব কাজ সম্পন্ন করবে নির্বাচন কমিশন৷ এই ধরনের জঘন্য ঘটনার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *