কীভাবে আক্রান্ত মমতা? ভিডিও প্রকাশ্যে এনে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি বিজেপির

কীভাবে আক্রান্ত মমতা? ভিডিও প্রকাশ্যে এনে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি বিজেপির

 

কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ৷ নির্বাচন কমিশনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার প্রাস্তাব বিজেপি প্রতিনিধি দলের৷ ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের দাবি বিজেপি৷ কীভাবে আহত হলেন মমতা? গোটা ঘটনার ভিডিও জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা৷  

আজ দুপুরে নির্বাচন কমিশনের যান বিজেপির প্রতিনিধি দল৷ সেখানে ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো সব্যসাচী দত্ত এবং শিশির বাজারিয়া৷ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর কনভয় নিরাপত্তা ও তাঁর চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিজিবি প্রতিনিধি দলের সদ্যরা৷ একই সঙ্গে তোলা হয়েছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি৷ কমিশনে হাজির হয়ে সব্যসাচী দত্তর দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার করতে করতে যাচ্ছিলেন৷ সেই সময়ে কোনও খাম্বা বা পোস্টের সঙ্গে ধাক্কা লেগেছে মুখ্যমন্ত্রীর গাড়ির খোলা দরজা৷ দরজা খোলা থাকা ধাক্কা লাগার কারণে মুখ্যমন্ত্রীর পায়ে সজোরে আঘাত লাগে৷ আমরা এই বিষয়ে সত্য মিথ্যা জানি না৷’’

তাঁর আরও দাবি, ‘‘আমরা চাই নির্বাচন কমিশন এটা নিজের নিজেদের ভাবমূর্তি স্বচ্ছতার সঙ্গে উজ্জ্বল করার জন্য দ্রুত তদন্ত করুক৷ আমাদের দাবি, গতকালের ঘটনা কীভাবে ঘটেছে, যার কাছে যা ফুটেজ আছে, সমস্তটা যেন জনসমক্ষে প্রকাশ করা হয়৷ আমরা চাইছি, যথাযথ তদন্ত করা হোক৷ সময় অপচয় না করে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করা হোক৷ ওই দিন মুখ্যমন্ত্রী সঙ্গে প্রচুর সংবাদ মাধ্যম ছিল৷ গোটা ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক৷ নির্বাচন কমিশন রাজ্য পুলিশের দায়িত্ব নেওয়ার পর এ ধরনের অঘটন কেন ঘটে গেল, তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হোক৷’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ইস্যুতে বিজেপি নেতা ব্যসাচী দত্তের আরও অভিযোগ, ‘‘নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা থাকতে পারেন না৷ কিন্তু তার নিরাপত্তা কোনও ভাবেই কমানোর পক্ষে নয় আমরা৷ আমরা চাইছি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হোক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =