অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা!

অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা!

কলকাতা: কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি পাতিয়ালা হাউস কোট। জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। বার বার ইডি তলবে গরহাজির হওয়ায় মামলা দায়ের করে ইডি। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন- স্বামী উভকামী! প্রতি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে বিছানায় চলত স্ত্রীর উপর যৌন নির্যাতন

একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছিল ইডি। দিল্লি গিয়ে ইতিমধ্যেই দু’বার তলবে সাড়া দিয়েছেন অভিষেক। কিন্তু তাঁর স্ত্রী রুজিরা একবারও হাজিরা দেননি। আবার এসবেই মধ্যেই দিল্লিতে বারবার তলব কেন করা হচ্ছে এই প্রশ্ন তুলে ইডির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সস্ত্রীক অভিষেক। যদিও তাতে বিশেষ কিছু লাভ হয়নি। শেষবার যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করে ইডি তখন রুজিরাকেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। চিঠি দিয়ে জানিয়েছিলেন, অতিমারির সময় সন্তানদের ফেলে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। বারবার এইভাবে তলব এড়ানোয় এবার আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। 

গত বছরেও দিল্লি যেতে হয়েছিল অভিষেককে ইডি তলবে সাড়া দিতে। চলতি বছরেও যান। যদিও ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক দাবি করেছিলেন, ১০ পয়সার অভিযোগ প্রমাণ করতে পারলে ইডি, সিবিআই লাগবে না, তিনি নিজে ফাঁসি মঞ্চে উঠে মৃত্যুবরণ করবেন। তাঁর কথায় তিনি অন্য মেটেরিয়াল। এসব যত হবে তত বেশি তাঁর জেদ বাড়বে। যারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এইসব সংস্থাকে কাজে লাগাচ্ছে তারা কোনও দিন সুবিধা পাবে না, বক্তব্য ছিল তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =