করোনাকালে নিষিদ্ধ হোক বাজি পোড়ানো, আবেদন হাইকোর্টে

করোনাকালে নিষিদ্ধ হোক বাজি পোড়ানো, আবেদন হাইকোর্টে

 

কলকাতা: কালীপুজো সময় বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়েরের আবেদন। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ভ্যাকেশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, গতবছর কোভিড পরিস্থিতিতে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- খাঁচায় পড়ে দু’টি ছানা, ‘মুক্তি’র সুযোগ এড়িয়ে ঘরে ফিরল নিখোঁজ চিতা

গত বছর কালীপুজো, দীপাবলি, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো পর্যন্ত গোটা উৎসবের মরশুমে সম্পূর্ণভাবে বাজি নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। সারা রাজ্য জুড়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাজি কেনা, বিক্রি ও ফাটানো নিষিদ্ধ করেছিল আদালত। পাশাপাশি প্রতিমা বিসর্জনেও আলোকসজ্জা বা বাজি ব্যবহার করা চলবে না বলে জানানো হয়েছিল। এবছরেও সেই রায় বহাল করা হোক৷ সেই আর্জি জানিয়ে মামলা দায়েরের আবেদন করা হয়৷ 

আদালতের নির্দেশ ছিল, পুলিশকে কড়া হাতে বাজি ক্রয়–বিক্রয় বা ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। বাজি কোথাও ব্যবহার করা হচ্ছে কিনা নিয়মিত নজরদারি চালাতে বলা হয় পুলিশকে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাজি না ফাটিয়ে কালীপুজো উদ্যাপনের ডাক দিয়েছিল রাজ্য সরকারও। এবার দেখা যাক কী সিদ্ধান্ত নেওয়া হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =