কোম্পানির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, বিক্ষোভে অ্যাপ ক্যাব ড্রাইভার ইউনিয়ন

কোম্পানির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, বিক্ষোভে অ্যাপ ক্যাব ড্রাইভার ইউনিয়ন

224c9c0868ada2d6ed617e346fcd916b

কলকাতা: একাধিক দাবি তুলে শুক্রবার কলকাতার রাজপথে বিক্ষোভ দেখাল ‘কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার ইউনিয়ন’ (CITU)’। এমনিতেই কোম্পানির শোষণের প্রতিবাদে অফ লাইন ডে চলছে তাদের। ৯০ শতাংশ চালক গাড়ি চালাচ্ছেন না। এই অবস্থায় এদিন রাসবিহারী মোড় থেকে মিছিল করল এই সংগঠন। 

আরও পড়ুন- ফের বিপুল অঙ্কের টাকা উদ্ধার শহরে! এবার সকলের চোখ নিউটাউনে

কোম্পানির বিরুদ্ধে সুর চড়িয়ে এই সংগঠনের বক্তব্য, ওলা-উবের ২০ শতাংশের বেশি কমিশন নেবে না এটা আইন। কিন্তু ওরা ৩৫-৪০ শতাংশ কমিশন কাটে। তাই তারা বলছেন কমিশন কমালে, এগ্রিটেকর আইন চালু করলে সমস্যা থাকবে না। কিন্তু এটা ওরা করছে না বলেই দাবি। সেই প্রেক্ষিতেই ১০ মার্চ তাদের অফলাইন ডে আন্দোলন চলেছে। সংগঠনের মূল দাবি, দ্রুত অ্যাপ ক্যাব পরিষেবার (যাত্রী সুরক্ষা ও ড্রাইভারদের সুবিধা) স্বার্থে এগ্রিকেটর আইন চালু করতে হবে। অ্যাপ ক্যাব কোম্পানিগুলি ২০ শতাংশের বেশি কমিশন নিতে পারবে না। এছাড়া কিলোমিটার প্রতি ভাড়া রিভিশন করতে হবে। একই সঙ্গে মহিলা ড্রাইভারদের জন্য বিশেষ সুরক্ষা দিতে হবে। 

p

সংগঠনের আরও বক্তব্য, অকারণে আই ডি ব্লক করা যাবে না। পলিউশন সার্টিফিকেট থাকার পর রাস্তায় গাড়ি ধরে হয়রানি করাও চলবে না। সবথেকে বড় বিষয়, পুলিশের ‘জুলুম’ বন্ধ করতে হবে। এই দাবিগুলি নিয়েই এদিন রাসবিহারী মোড়ে ‘কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার্স ইউনিয়ন (CITU)-এর ডাকে বিক্ষোভ কর্মসূচি করা হয়। ওলা উবের চালকরা ডিভাইস অফ রেখেই এই কর্মসূচিতে যোগদান করেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই উবের ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক হয়েছে এবং জানান হয়েছে যে, যা আইডি বন্ধ আছে তার তালিকা উবের কলকাতা পুলিশকে দেবে। পুলিশ আগামী সোমবার তার রিপোর্ট দেবে আর তার ভিত্তিতে যাদের পুলিশ কেস নেই তাদের ১৪ তারিখের মধ্যে আইডি খুলে দেবে। সংগঠনের হুঁশিয়ারি, ৩১ মার্চের মধ্যে সমস্যা সম্পূর্ণ না মিটলে লাগাতার ডিভাইস বন্ধ রেখে আন্দোলন হবে।

p

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *