শেষ রক্ষা হল না, অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেই ইডি

শেষ রক্ষা হল না, অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেই ইডি

কলকাতা: গরু পাচারকাণ্ডে ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র কাছে। বৃহস্পতিবার অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে সবুজ সঙ্কেত দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতও। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পরই বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল আসানসোল জেলা সংশোধনাগার। তাতে সায় দিয়েছেন বিচারক।

আরও পড়ুন- ৪০ দিন পর স্বস্তি, অবশেষে জামিন পেলেন নওশাদ

প্রসঙ্গত, বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি ছিল। এদিন বিচারপতি ইডি-র কাছে প্রশ্ন রাখেন, এখনও কেন অনুব্রতকে দিল্লিতে এনে জেরা শুরু করা হচ্ছে না? তাঁকে দিল্লি আনার ক্ষেত্রে সমস্যা কোথায়? এর পরেই ইডি-র আইনজীবী আদালতকে জানান, দিল্লি আসা ঠেকাতে দিল্লি হাইকোর্টে আগাম মামলা করে রেখেছেন অনুব্রত মণ্ডল। সেই মামলা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। একথা শোনার পরই বিচারপতি বলেন, সেই মামলায় তো এখনও রায় বেরোয়নি৷ দিল্লি হাইকোর্ট কোনও স্থগিতাদেশও দেয়নি। তাই অনুব্রতকে দিল্লি নিয়ে আসা যেতেই পারে। এতে কোনও বাধা থাকতে পারে না। এরপরই অনুব্রতকে দিল্লি আনার প্রক্রিয়া শুরু হয়৷ 

সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে শুক্রবারই  অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। ইতিমধ্যেই গরু পাচার মামলার কিংপিন এনামুল হক ও অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী সায়গল হোসেককে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। অনুব্রত মণ্ডলকেও দিল্লি  নিয়ে গিয়ে জেরা করার জন্য তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ঘটনাচক্রে অনুব্রতর দিল্লি যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর অভিযোগ৷ তাঁর দাবি,  দলীয় কার্যালয়ের মধ্যেই তাঁকে গলা টিপে খুনের চেষ্টা করেছিলেন অনুব্রত। সাক্ষ্য প্রমাণ ছাড়া চার লাইনের ওই অভিযোগের ভিত্তিতেই দুবরাজপুর থানার পুলিশ অনুব্রতকে গ্রেফতার করে। তার আগে সিবিআই হেফাজতে ছিলেন কেষ্ট। পুলিশ গ্রেফতার করার পর অনুব্রতর ঠিকানা বদলে হয় দুবরাজপুর পুলিশ হেফাজত। এই ঘটনা অনুব্রতর দিল্লি যাত্রা রুখে দেয়৷ 

এরই মধ্যে অনুব্রত রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন। সেই মামলার শুনানির দিন বেশ কয়েকবার পিছিয়েই গিয়েছে। জানা গিয়েছে, আগামী ১৭ জানুয়ারি দিল্লি হাইকোর্টে অনুব্রতর ওই মামলার শুনানি হবে। তবে তাঁর আগেই নিম্ন আদালতের নির্দেশে পদক্ষেপ করল কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবারই কেষ্টকে নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দেবে এনফোর্সমেন্ট জিরেক্টরেট৷