অনুপম-খুনে জামিন মূল অভিযুক্ত, শাস্তি দিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে পুলিশ

অনুপম-খুনে জামিন মূল অভিযুক্ত, শাস্তি দিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে পুলিশ

4d37c68a4630d3005431a4e940479064

কলকাতা:  পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় মূল অভিযুক্তের জামিন৷ খবর জানাজানি হতেই উত্তাল আগরপাড়া৷ প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরা রাস্তা অবরোধও করেন৷ সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট৷

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী বলেছেন ‘ভালো কাজ করছেন, চালিয়ে যান’: বিচারপতি গঙ্গোপাধ্যায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অনুপম দত্ত খুনে অভিযুক্ত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতের জামিন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট৷ এই রায় ঘোষণার পরই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট৷ প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ বাপির বিরুদ্ধে চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) এবং ১২০ বি (হত্যায় ষড়যন্ত্র) ধারা আনা হয়েছে৷ অপর দুই অভিযুক্ত অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছে পুলিশ৷ এবং চার্জশিটে সঞ্জীব পণ্ডিতকেই এই ঘটনার প্রধান চক্রী হিসাবে দেখিয়েছে পুলিশ৷ 

গত ১৩ মার্চ বাড়ির কাছেই আগরপাড়া স্টেশন রোডে স্কুটারে ওঠার সময়ে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় অনুপম দত্তের৷ তিনি ছিলেন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর। ওই রাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয় অমিত পণ্ডিত নামে এক দুষ্কৃতীকে। তদন্তে নেমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা জানতে পারেন, অনুপম দত্তকে খুনের জন্য তাকে সুপারি দিয়েছিল বাপি। তার আগেও এক দুষ্কৃতীকে সুপারি দেওয়া হয়েছিল। কিন্তু সে কাজটি করতে না পারায় পুর ভোটের পরেই অমিতকে কাজে লাগানো হয়৷ এই ঘটনার পর থেকেই অনুপমের স্ত্রী মীনাক্ষী ও পরিজনেরা দোষীদের চরম শাস্তির দাবি জানান৷