মুখ্যমন্ত্রী বলেছেন ‘ভালো কাজ করছেন, চালিয়ে যান’: বিচারপতি গঙ্গোপাধ্যায়

আমি নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে চিঠি দেওয়া হচ্ছে প্রধান বিচারপতিকে, আমি হতবাক

904b32c3a0a8e21d41c0f0d37f503ee9

 কলকাতা:  তাঁর কাজের প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী৷ কিন্তু, বিরোধিতায় সোচ্চার এক শ্রেণির আইনজীবী৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নির্দেশেই একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মর্মে প্রধান বিচারপতির কাছে তাঁর নামে অভিযোগ করে চিঠিও গিয়েছে। সেই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আড়াই বছরে অনেক রায় দিয়েছি৷ দেড় বছর আদালত বন্ধ ছিল৷ অনেক ঘরে অর্ডার পেন্ডিং থাকে৷ খোঁজ নিন৷ আমি নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা নিয়ে মাতামাতি করি৷ দুর্নীতি পেলে সেটা বন্ধ করার চেষ্টা করি৷’ 

আরও পড়ুন- অভিষেকের শ্যালিকাকেও ফের তলব ইডির, হাইকোর্টের দ্বারস্থ মেনকা

মঙ্গলবার একটি শুনানির ফাঁকে তিনি লেন, ‘‘আমার বিরুদ্ধে কয়েক জন আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি হতবাক! চিঠিতে লেখা হয়েছে, আমি নাকি একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। অথচ ওই চিঠিতে কেউ লিখলেন না আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন।’’  

সম্প্রতি নব মহাকরণ বিল্ডিংয়ের একটা অংশ কলকাতা হাই কোর্টকে দেওয়া হয়েছে৷ হস্তান্তর প্রক্রিয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে দীর্ঘক্ষণ বক্তব্যও রাখেন তিনি৷ ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ হয়৷ সেই সময় মুখ্যমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন, ‘আপনি ভালো কাজ করছেন৷ আপনি আপনার মতো কাজ চালিয়ে যান৷’ 

বিচারপতি আরও জানান, অল্প সময়ের মধ্যে তিনি ৯৫টি মামলায় রায় দিয়েছেন৷ অনেক বেঞ্চে যেখানে বিলম্বিত রায় ঘোষণা করা হয়, মামলা পেন্ডিং থাকে, সেখানে তিনি অনেক রায় দিয়েছেন৷ এদিন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিককে দেখতে পেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘আমাকে নিয়ে ব্যস্ত আছেন? আমি জেনেছি কয়েক জন আইনজীবী আমার নামে অভিযোগ করেছেন।’’ প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাঁড়িয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন অরুণাভ। যা নিয়ে অরুণাভ এবং বিচারপতির মধ্যে বিবাদও তৈরি হয়।

ওই দিন উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর অরুণাভ বিচারপতির উদ্দেশে বলেন, ‘‘আপনি এক জন সৎ মানুষ।’’ সেদিনের ঘটনার পর সোমবার আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম নেননি তিনি৷ বরং ‘একটি বেঞ্চের’ বিচার্য বিষয়ের বদল চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হন অরুণাভ-সহ বেশ কয়েক জন আইনজীবী। তাঁদের আবেদন বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।