Aajbikel

অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি অনুব্রত! ওয়ারেন্ট আনতে দিল্লি রওনা দিলেন ED-র অফিসাররা

 | 
অনুব্রত

কলকাতা: সিবিআই-এর পর বৃহস্পতিবার গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে ‘সোন অ্যারেস্ট’ করা হয়। যার অর্থ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অনুব্রতকে আদালতে হাজির করাতে হবে। শুক্রবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে হাজির করানো হতে পারে বলেও জানা যাচ্ছিল। কিন্তু ইডি সূত্রে জানা গেল, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তাই, আর আসানসোল আদালত নয়, ইডি আধিকারিকেরা একেবারে দিল্লি রওনা দিয়েছেন। দিল্লিতে ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে সোজা দিল্লি নিয়ে আসা হবে বলেই ইডি সূত্রে খবর।

আরও পড়ুন- নতুন স্থায়ী রাজ্যপাল পেল বাংলা, দায়িত্ব পেলেন ইনি

বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷  জিজ্ঞাসাবাদের সময় যে টুকু তথ্য উঠে এসেছে, শুক্রবার সকাল ১১টার মধ্যে দিল্লির আদালতে তা রিপোর্ট করবেন তদন্তকারীরা। সূত্রের দাবি, ওই তথ্যের ভিত্তিতেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন জানানো হবে। আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষই যাতে অনুব্রতকে দিল্লি নিয়ে আসেন, সেই আবেদনই জানানো হবে। অর্থাৎ দিল্লির আদালতে অনুব্রতকে হাজির করানোর ওয়ারেন্ট (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করার আবেদন করা হবে। এর পর, দিল্লির আদালত অনুব্রতর নামে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করতে পারে, আবার আসানসোল আদালতে শুনানিরও নির্দেশ দিতে পারে।

Around The Web

Trending News

You May like