Aajbikel

নতুন স্থায়ী রাজ্যপাল পেল বাংলা, দায়িত্ব পেলেন ইনি

 | 
CV

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদজীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসাবে এ রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন লা গনেশন। তবে এবার বাংলা পেল নতুন স্থায়ী রাজ্যপাল। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি দিয়ে জানান হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন ড. সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই এই ঘোষণা করে দেওয়া হয়েছে। বর্তমানে ডঃ আনন্দ বোস মেঘালয় সরকারের উপদেষ্টা।

রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।' দীর্ঘদিন ধরে প্রশাসনিক রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা আনন্দ প্রাক্তন আইএএস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর যে ভীষণ ভাও সখ্যতা সেটাও প্রায় সকলেই জানেন। তাঁকে 'ম্যান অফ আইডিয়া' পর্যন্ত বলা হয়। সম্প্রতি মেঘালয় সরকারের উপদেষ্টা আনন্দের জন্ম ১৯৫১ সালে কেরলের কোট্টায়ামে। অতীতে রাজ্যপালের সঙ্গে বাংলার সরকারের বিরোধী ব্যাপকভাবেই প্রকাশ্যে এসেছে। এখন দেখা যাক এই রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক কেমন হয়।

Around The Web

Trending News

You May like