‘ঠেঙিয়ে পগার পার’ মন্তব্যে বিপাকে অনুব্রত, কমিশনের শোকজ

‘ঠেঙিয়ে পগার পার’ মন্তব্যে বিপাকে অনুব্রত, কমিশনের শোকজ

8711c5dc218d7aeb94743fe5b32b52b7

 

কলকাতা: বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের রোষের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তাঁদের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শোকজ করল তারা। বিভিন্ন সভায় বিতর্কিত মন্তব্যের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

মূলত, ‘ঠেঙিয়ে পগার পার’ মন্তব্য করায় নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শুধুমাত্র উপরিউক্ত মন্তব্যের জেরে নয়, বিভিন্ন জনসভায় একাধিক বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন অনুব্রত মণ্ডল। “খেলা হবে এবং সেই খেলায় রেফারি হবে নির্বাচন কমিশন”, “যারা আহত হবে তাদের হাসপাতালে ভর্তি করা হবে”, এই ধরনের বেশ কয়েকটি উস্কানিমূলক বক্তব্য তিনি করেছেন বলে নির্বাচন কমিশনের অ্যাপে অভিযোগ জানানো হয়। তার প্রেক্ষিতে এবার তৃণমূল কংগ্রেসের কেষ্টকে শোকজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। এই নোটিসের প্রেক্ষিতে আজ রাতের মধ্যে জবাব দিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া দেয়নি বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। 

আরও পড়ুন- গোটা নির্বাচন থেকেই মমতাকে নিষিদ্ধ করা উচিত ছিল! দাবি করলেন দিলীপ

এদিকে, শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরেই এবার ৪৮ ঘণ্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ আজ দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত কোনও সভা করতে পারবেন না বিজেপি প্রার্থী৷ আবার উস্কানিমূলক মন্তব্যের জেরেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন৷ তবে তাঁর উত্তরে সন্তুষ্ট নয় কমিশন৷ করা হয়েছে সতর্ক৷ প্রসঙ্গত, গত ২৯ মার্চ ভোটপ্রচারের সময় নন্দীগ্রামে উস্কানিমূলক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে সম্বোধন করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী৷ তার জেরেই কমিশনের কোপে পড়েন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *