×

শক্তিগড়ে অনুব্রতের সঙ্গে খেতে বসয়েছিলেন, বিল মেটানো ব্যক্তিকে ইডি তলব 

 
অনুব্রত

কলকাতা: বিকেলের বিমান দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল গরু পাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। কিন্তু তার আগে বীরভূম থেকে কলকাতা আনার সময় শক্তিগড়ে খাওয়ার খেতে ঢুকেছিলেন তিনি। যে টেবিলে বসে অনুব্রত প্রাতরাশ সারেন, সেই টেবিলে দেখা যায় তিন রহস্যময় ব্যক্তির উপস্থিতি৷ তাদের নিয়ে চর্চা কম হয়নি। পরে জানা যায়, ওই ব্যক্তিদের মধ্যে একজন বীরভূমের বাসিন্দা কৃপাময় ঘোষ। তাঁকেই ইডি তলব করেছে এবার। 

আরও পড়ুন- আই ফোন খুইয়ে হলেন বাড়ি ছাড়া, কেন নিজের গ্রাম ছেড়ে শহরবাসী ভুবন বাদ্যকর?

অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার পর ইডি তাঁর কন্যা সুকন্যা, হিসেবরক্ষক মণীশ কোঠারি সহ আরও বেশ কয়েকজনকে তলব করেছিল। ইতিমধ্যেই মণীশ গ্রেফতার হয়েছেন আর সুকন্যা তলব এডিয়েছেন। তবে জানা গিয়েছে, মোট যে ১২ জন সন্দেহভাজন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি তাঁদের মধ্যে এই কৃপাময় ছিল। তাঁকেই এবার তলব করা হল। সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রসঙ্গত, এই কৃপাময় ঘোষ অনুব্রত-ঘনিষ্ঠ বলেই পরিচিত। প্রথমে যদিও ওই ব্যক্তি নিজেকে দোকানের খদ্দের হিসাবেই পরিচয় দিয়েছিলেন৷ কিন্তু, সেই যুক্তি ধোপে টেকেনি। ফাঁস হয়ে যায় তাঁর আসল পরিচয়৷ গরু পাচার মামলায় গ্রেফতার সায়গল হোসেনের মতো তিনিও কেষ্টর ‘ছায়াসঙ্গী’।

ইডি জানতে পেরেছে, কৃপাময় পেশায় মৎস্য বিভাগের কর্মী, এমনকি বোলপুরের তৃণমূলের পার্টি অফিস দেখাশোনার দায়িত্বেও ছিলেন। এছাড়া কৃপাময় অনুব্রতের নানান সম্পত্তির দেখাভালও করতেন। তাহলে কি মণীশ কোঠারির মতো একেও গ্রেফতার করতে পারে ইডি? যদি এমনটা হয় তাহলে আর কত চাপ বাড়বে অনুব্রতর, সেটাই দেখার। 

From around the web

Education

Headlines