‘শরীর কেমন?’ শুনে বললেন ‘ভাল নাই’, সংশোধনাগার থেকে কেষ্টকে নিয়ে আপালতের পথে CBI

‘শরীর কেমন?’ শুনে বললেন ‘ভাল নাই’, সংশোধনাগার থেকে কেষ্টকে নিয়ে আপালতের পথে CBI

কলকাতা: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে আজ ফের আদালতে পেশ করা হবে৷ বুধবার সকাল ১১টা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে বার করে আনা হয়৷ বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে৷ তোলা হয় গাড়িতে। তবে সংবাদমাধ্যের সঙ্গে বিশেষ কখা বলেননি তিনি৷ ‘শরীর কেমন আছে?’ জিজ্ঞেস করায় এক বার ফিরে তাকান অনুব্রত৷ আস্তে আস্তে বলেন ‘ভাল নাই’। এর পরেই সোজা গাড়িতে উঠে যান কেষ্ট৷ 

আরও পড়ুন- চেয়েছিলেন ১৫ দিন সময়, দ্বিতীয় দিনেই তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI

১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার আদালতে তোলা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। তার আগে মঙ্গলবার বিকেলে আসানসোল সংশোধনাগারে সিবিআই  জেরার মুখে পড়তে হল  অনুব্রত ও তাঁর একদা দেহরক্ষী সেহগল হোসেনকে। প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। এতদিন জেরায় অসহযোগিতার কথা বললেও এদিন কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন কেষ্ট৷ তেমনটাই সূত্রের খবর।

এদিন আসানসোল সংশোধনাগার থেকে ভার্চুয়াল শুনানি করার আবেদন করেছিলেন জেল সুপার কৃপাময় নন্দী। কিন্তু, আদাত সেই অনুমতি দেননি৷ অনুব্রতকে সশরীরে হাজিরা দিতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়। কারণ,আসানসোল সংশোধনাগারে ভার্চুয়াল কনফারেন্সের ব্যবস্থা থাকলেও আদালতের তেমন কোনও ব্যবস্থা নেই। সে জন্যই তৃণমূল নেতাকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়৷