চেয়েছিলেন ১৫ দিন সময়, দ্বিতীয় দিনেই তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI

চেয়েছিলেন ১৫ দিন সময়, দ্বিতীয় দিনেই তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI

কলকাতা: চিটফান্ড মামলায় ফের সুবোধ অধিকারীকে সিবিআই তলব৷ মঙ্গলের পর বুধবারই ডেকে পাঠানো হল তাঁকে। তবে মঙ্গলবারের মতো এদিনও সিবিআই দফতরে নিজের আইনজীবীদের পাঠান বিধায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবারও সময় চেয়ে আবেদন করেন তাঁরা।

আরও পড়ুন- ‘ভেবেছিলাম নিজে রান্না করে মাংস ভাত খাওয়াব …’, অভিষেকের জন্মদিনে শোকে পাথর বাবা

চিটফাণ্ড মামলায় মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল বীজরপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে। কিন্তু, তিনি হাজিরার জন্য ১৫ দিন সময় চান। সিজিও কমপ্লেক্সে আইনজীবীদের পাঠিয়ে জানান, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। তাঁকে ১৫ দিন সময় দেওয়া হোক। কিন্তু ১৫ দিন নয়, বুধবারই তাঁকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সংস্থা।

সানমার্গ চিটফাণ্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে মঙ্গলবার ভারতীয় দণ্ডবিধির ৯১ ধারায় সুবোধকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানির সঙ্গে যোগ রয়েছে বিধায়কের৷ সেই রেশ ধরেই সুবোধকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। 

শনিবার রাজুকে গ্রফতারের পর দিনই সুবোধের হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় হানা দেয় সিবিআই। বিধায়কের বিপুল সম্পত্তির  উৎস জানতে তাঁর আয় ও সম্পত্তির নথি চাওয়া হয়। সুবোধের স্ত্রী রিঙ্কু অধিকারী জানান, তাঁদের পাইকপাড়ার ফ্ল্যাট থেকে তাঁর স্বামীর ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথি এবং এলআইসি-র কাগজপত্র সঙ্গে করে নিয়ে গিয়েছে সিবিআই।